‘দেশের জনসংখ‍্যা বৃদ্ধিতে অবদান রয়েছে আমার’, বেফাঁস মন্তব‍্য শাহরুখের!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: শাহরুখ খান (shahrukh khan), বলিউডের (Bollywood) বাদশা তিনি। অবশ্য শুধু বলিউড নয়, গোটা বিশ্বেই ছড়িয়ে রয়েছে তাঁর কোটি কোটি অনুরাগী। বহু জনপ্রিয় তারকাও তাঁর নাম বলতে অজ্ঞান। তাঁর অভিনয় দক্ষতা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। পাশাপাশি ‘হিউমর’ও যে তিনি খুব ভালই বোঝেন তা সব শাহরুখ অনুরাগীরাই জানে। বুদ্ধিমত্তা দিয়ে কীভাবে কঠিন পরিস্থিতি কাটিয়ে ওঠা যায় তা কিং খানের থেকে ভাল আর কেই বা জানেন?  সেটারই প্রমাণ আরও একবার দিলেন শাহরুখ।
সোশ‍্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে যুক্ত থাকার জন‍্য মাঝে মাঝেই লাইভ সেশন করে থাকেন অভিনেতা। সম্প্রতি টুইটারে #AskSRK  সেশন শুরু করেছিলেন শাহরুখ। টুইটারে অনুরাগীদের করা প্রশ্নের জবাব দেন তিনি এই সেশনে।

তবে এটাই প্রথমবার নয়, এর আগেও ইনস্টাগ্রাম ও টুইটারে এধরনের সেশন করেছেন তিনি। অনুরাগীরাও অপেক্ষা করে থাকেন প্রিয় তারকার থেকে তাদের যাবতীয় প্রশ্নের উত্তর পেতে। এরই মধ্যে নেটিজেনদের একাংশ ট্রোল করার উদ্দেশ্যেও প্রশ্ন করতে থাকেন অভিনেতাকে।
আগামী ছবির পরিকল্পনা থেকে শুরু করে লকডাউন প্রশ্নোত্তর পর্বে উঠে এল সব ধরনের প্রসঙ্গ। লকডাউন কেমন কাটছে শাহরুখের? উত্তরে মজার ছলে অভিনেতা বলেন, দেশের জনসংখ‍্যা বৃদ্ধিতে তাঁর অবদান রয়েছে কিন্তু তাঁর তিন সন্তানের সঙ্গ‍ সত‍্যিই আনন্দদায়ক। তাদের সঙ্গেই সময় কেটে যায় তাঁর।

একজন বলেন, সলমনর রাধে মুক্তি পাবে, আমিরের লাল সিং চাড্ডা, অক্ষয়ের বহু ছবি মুক্তির অপেক্ষায় আর শাহরুখ এখনও টালবাহানা করছেন। এক্ষেত্রেও বাদশার ‘হিউমর’ সেন্স প্রকাশ পায়। তিনি বলেন, “আর কি বলব, আগে আপনি আগে আপনি করেই পিছিয়ে পড়ছি।”

শাহরুখের আগামী ছবি নিয়েও প্রচুর প্রশ্ন উঠে আসে। এক ব‍্যক্তি প্রশ্ন করেন, মার্টিন স্করসেসি না ক্রিস্টোফার নোলান কোন পরিচালকের সঙ্গে কাজ করতে চান তিনি? শাহরুখ উত্তর দেন, “দুজনই অসাধারন। কিন্তু রাজুকে বেশি আপন মনে হয় তাই না?” রাজু অর্থাৎ রাজকুমার হিরানির সঙ্গে আগামী ছবি করছেন, এই উত্তরের মাধ‍্যমে পরোক্ষে সেটাই তিনি বোঝাতে চাইলেন কিনা তা নিয়েও শুরু হয়েছে জল্পনা।

X