বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের IPL (Indian Premier League)-এ দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করে চ্যাম্পিয়ন হয়েছে KKR (Kolkata Knight Riders)। ফাইনাল ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে (Sunrisers Hyderabad) হেলায় হারিয়ে দেয় কলকাতা। আর তারপরেই দীর্ঘ ১০ বছরের অপেক্ষা শেষে তৃতীয়বারের মতো IPL চ্যাম্পিয়ন হয় KKR। এদিকে, এই জয়ের পরে স্বাভাবিকভাবেই খুশির জোয়ারে ভাসতে থাকেন খেলোয়াড়রা।
এছাড়াও, তাঁদের আনন্দের সাথে যুক্ত হন KKR-এর মালিক কথা বলিউড বাদশা শাহরুখ খান। এমতাবস্থায়, IPL ট্রফি হাতে কিং খানের বিভিন্ন ছবি এবং ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও, সেগুলির মধ্যে রিঙ্কু সিংয়ের সঙ্গে তাঁর সেলিব্রেশনের একটি ভিডিও সকলের নজর কেড়েছে। পাশাপাশি, ওই ভিডিওটি উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতেও।
— Nihari Korma (@NihariVsKorma) May 27, 2024
মূলত, ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর গত রবিবার রাতে শাহরুখ খান পুরো স্টেডিয়াম ঘুরে ভক্তদের ধন্যবাদ জানান। সেইসময়ে শাহরুখ খানের সঙ্গে আসেন দলের তারকা খেলোয়াড় রিঙ্কু সিংও। শাহরুখ প্রথমে রিঙ্কু সিংকে জড়িয়ে ধরেন। তারপর তিনি বললেন, “God’s Plan Bro”। আসলে, রিঙ্কু সিংকে একাধিক অনুষ্ঠানে “God’s Plan” শব্দটি ব্যবহার করতে দেখা গেছে। পাশাপাশি, ফাইনাল ম্যাচের পর সম্প্রচারকদের সাথে কথা বলার সময়ও রিঙ্কু এটি বলেছিলেন।
আরও পড়ুন: IPL চ্যাম্পিয়ন KKR! তারপরেই ভগবান কৃষ্ণকে স্মরণ করলেন গম্ভীর, নেটমাধ্যমে লিখলেন….
সেখানে তিনি জানান, “এটা একটা দারুণ অনুভূতি। আমার সাত বছরের স্বপ্ন পূরণ হয়েছে। শেষ পর্যন্ত আমি ট্রফি তুলব। এর পুরো কৃতিত্ব জিজি স্যারের (গৌতম গম্ভীর)। এটা ছিল ঈশ্বরের পরিকল্পনা (God’s Plan)।” যদিও, এর আগেও যশ দয়ালকে উৎসাহিত করতে এই শব্দটি ব্যবহার করেছিলেন রিঙ্কু সিং। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করে RCB- কে প্লে-অফের টিকিট এনে দিয়েছিলেন দয়াল। তারপরে রিঙ্কু তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে যশ দয়ালের ছবির সাথে “God’s Plan”-এর উল্লেখ করেন।
আরও পড়ুন: “২৫ কোটির বোলার….”, সতীর্থরাই করত মজা! চ্যাম্পিয়ন হওয়ার পর “আক্ষেপ” স্টার্কের
রিঙ্কু সিং: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, চলতি মরশুমে রিঙ্কু KKR-এর হয়ে খুব বেশি ব্যাট করার সুযোগ পাননি। তবে, তিনি যখনই ক্রিজে এসেছেন সেই সুযোগকে কাজে লাগিয়ে ভালো পারফরম্যান্স প্রদর্শন করেছেন এই বাঁহাতি ব্যাটার। এই মরশুমে রিঙ্কু খেলেছেন ১৪ টি ম্যাচ। যেখানে তিনি ১৮.৬৭ গড়ে মোট ১৬৮ রান করেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৪৮.৬৭।