প্রকাশ্যে শাহরুখ-সমীরের হোয়াটসঅ্যাপ চ্যাট! কি লিখলেন অভিনেতা

বাংলাহান্ট ডেস্ক : মাদক কাণ্ড যেন কিছুতেই পিছু ছাড়ছে না এনসিবির (NCB) প্রাক্তন কর্তা সমীর ওয়াংখেড়ের (Sameer Wankhede)। বৃহস্পতিবারই দুর্নীতির মামলায় সিবিআই (CBI) এর মুম্বাই অফিসে তলব করা হয়েছিল তাঁকে। যদিও শুক্রবার বম্বে হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়, সোমবারের আগে জবরদস্তি মূলক কোনো রকম পদক্ষেপ নেওয়া যাবে না সমীরের বিরুদ্ধে। আর এসবের মাঝেই প্রকাশ্যে চলে এলো শাহরুখ (Shah Rukh Khan) সমীরের হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট।

২০২১ সালের ২ রা অক্টোবর মুম্বাইয়ের বিলাসবহুল কর্ডেলয়া ক্রুজে হানা দেয় এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়। সেখান থেকে আটক করা হয়েছিল শাহরুখ পুত্র আরিয়ান খানকে। মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল তাঁকে। সে সময় প্রায় ২৬ দিন জেলে কাটিয়েছিলেন আরিয়ান। আর সেই থেকে খবরের শিরোনামে সমীর ওয়াংখেড়ে।

shah rukh khan

সিবিআই কর্তাদের অভিযোগ, শাহরুখ পুত্রকে বেকসুর খালাস করার জন্য অভিনেতার কাছ থেকে প্রায় ২৫ কোটি টাকা দাবি করেছিলেন প্রাক্তন এনসিবি কর্তা। আপাতত এই মামলার দায়িত্বভার সামলাচ্ছে সিবিআই। আর এসবের মধ্যেই মাথাচাড়া দিয়ে উঠলো শাহরুখ সমীরের হোয়াটসঅ্যাপ চ্যাট।

আরিয়ান জেলে থাকাকালীন প্রায় ১০ দিনের মাথায় সমীরকে করুন আর্জি জানিয়েছিলেন বলিউড বাদশা। ছেলের জন্য উদ্বিগ্ন হয়ে বাবা শাহরুখ লিখেছিলেন, ‘ একজন বাবা হিসেবে আপনার কাছে অনুরোধ করছি। সময় যত এগিয়ে যাচ্ছে আমার ছেলে ততই ভেঙে পড়ছে। আপনি যা করছেন তাতে আমি বাধা দেব না কিন্তু আপনার ওপর বিশ্বাস রাখছি। দয়া করে আমার ছেলের ওপর একটু অনুগ্রহ করুন’।

shah rukh khan

পাল্টা জবাব দিয়েছিলেন সমীরও। অভিনেতাকে আশ্বস্থ করে তিনি লেখেন, ‘আমি জানি আপনি একজন ভালো মানুষ। আপনার প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। ভরসা রাখুন যা হবে সেটা ভালই হবে। নিজের খেয়াল রাখুন’। গভীর রাতের এই চ্যাট ঘিরে শুরু হয়েছে নানান জল্পনা। যদিও এই স্ক্রিনশটের সত্যতা যাচাই করিনি আমরা।

additiya

সম্পর্কিত খবর