শাহরুখ পুত্র আরিয়ান খানের এখন সময়টা ভালোই যাচ্ছে। ইতিমধ্যেই ‘দ্যা লায়ন কিং’ হিন্দি ভার্সনের জন্য সিম্বার ভূমিকায় গলা দিয়েছেন আরিয়ান আর সিম্বার বাবা মুফাসার জন্য গলা দিয়েছেন শাহরুখ। দর্শকরা ছেলে আর বাবার গলা পার্থক্য করতেন ভুল করেছেন মাঝেসাজে।
তাছাড়া আরিয়ান কবে ডেবিউ করছেন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মানুষের আগ্রহের শেষ নেই। শোনা যাচ্ছে আরিয়ান একটি দক্ষিণী ছবিতে ডেবিউ করবে। পরিচালক গুনা শেখরের ছবি ‘হিরণ্যকশিপু’ দেখা যেতে পারে তাকে।
তাছাড়াও এই ছবিতে ‘বাহুবলী’ র নায়ক নায়িকাদের অর্থাৎ প্রভাস, রানা দগ্গুবাতি, অনুষ্কা শেট্টি আর তামান্নাকে দেখা যাবে।’হিরণ্যকশিপু’ চরিত্রে রানাকে দেখা যেতে পারে। প্রভাস ও রানা প্রধান দুটি চরিত্রে থাকবেন। আরিয়ানকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। যদিও এখনো গুনাশেকর মুখ খোলেননি ছবির কাস্টিং নিয়ে।
অন্যদিকে কিছুদিন আগে শোনা যাচ্ছিল, পরিচালক রুশো ব্রাদার্সের মার্বেল সিরিজে আরিয়ানকে দেখা যেতে পারে। হলিউড ছবিতে কাজ করতে ভীষণভাবে আগ্রহী আরিয়ান। কিন্তু শাহরুখের কিছু ঘনিষ্ঠ বন্ধু আরিয়ানকে সুপার হিরো হিসাবে ডেবিউ করতে নিষেধ করেছে। এবার দেখা যাক কবে ডেবিউ করে শাহরুখ পুত্র।