বাংলাহান্ট ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফাইনালে বলিউড তারকাদের ভিড় কাতারে। প্রতিশ্রুতি মতোই লুসাইল স্টেডিয়ামে পৌঁছে গিয়েছিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। আর্জেন্টিনা বনাম ফ্রান্স ঝড়ের আগে স্টুডিওতে বসে ফুটবল এবং ফিল্ম নিয়ে আলোচনা করলেন তিনি। সঙ্গত দিলেন প্রাক্তন ফুটবলার ওয়েন রুনি (Wayne Rooney)। সেই সঙ্গে করলেন ‘পাঠান’ এর প্রচারও।
শাহরুখ বলেন, তিনি যবে থেকে ফুটবল দেখা শুরু করেছেন তবে থেকেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ভক্ত। এদিন তিনি ফুটবল নিয়ে আলোচনা করতে আসেননি, পাঠানের প্রচারেও আসেননি। তিনি শুধু এসেছেন রুনির পাশে বসার জন্য। এই সুযোগটা মিস করতে চান না বলে মন্তব্য করেন কিং খান। পাশাপাশি তিনি এও বলেন, মেসির খুব বড় ভক্ত তিনি আর প্রথম থেকেই তাঁকে সমর্থন করে এসেছেন। এদিন রুনিকে নিজের সিগনেচার পোজও শেখাতে দেখা যায় শাহরুখকে।
ফাইনালে শাহরুখ যে একটা বড়সড় সারপ্রাইজ দেবেন তার আভাস আগেই মিলেছিল। সেমি ফাইনালের প্রথম ম্যাচ আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়ার ম্যাচের আগেও পর্দায় দেখা মিলেছিল শাহরুখের। লুসাইল স্টেডিয়ামের প্রশংসা করে তিনি বলেছিলেন, মেসিও এই স্টেডিয়ামটি খুব পছন্দ করেন।
উল্লেখ্য, গত আইপিএল এর ফিনালের আগে ‘লাল সিং চাড্ডা’র ট্রেলার প্রকাশ্যে এনেছিলেন আমির খান। কিন্তু সে ছবির হাল বক্স অফিসে কী হয়েছিল তা দেখেছেন সকলেই। আগামীতে পাঠানের পরিণতি কী হয়, বয়কটের ডাক সামলে বলিউডে ব্যবসার হাল শাহরুখ ফেরাতে পারেন কিনা সেটাই দেখার অপেক্ষা।
উল্লেখ্য, পাঠান নিয়ে এই মুহূর্তে ব্যাপক বিতর্ক চলছে দেশ জুড়ে। একাধিক রাজ্যে শাহরুখের নামে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। অশ্লীলতার দায়ে কাঠগড়ায় তোলা হচ্ছে দীপিকা পাডুকোনকে। বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলি পাঠান নিষিদ্ধ করার দাবি তুলছেন। কিন্তু এসব নিয়ে মাথা ঘামানোরই চেষ্টা করছেন না কিং খান। তিনি ব্যস্ত নিজের কাজে।