বাংলাহান্ট ডেস্ক: গণেশ চতুর্থী (ganesh chaturthi) উপলক্ষে ছবি (photo) শেয়ার করে তুমুল ট্রোলের (troll) শিকার হলেন শাহরুখ খান (shahrukh khan)। কপালে মঙ্গল টিপ পরে ছবি শেয়ার করতেই নেটিজেনরা সমালোচনার তীরে বিদ্ধ করেন তাঁকে। ভিন্ন ধর্মী হয়ে হিন্দু পুজোয় কেন অংশগ্রহণ করেছেন শাহরুখ, এই প্রশ্ন তুলেই ট্রোল করা হয় কিং খানকে।
প্রতিবারের মতো এবারও নিজের বাড়িতে গণপতির আরাধনা করেন শাহরুখ। নিষ্ঠা ভরে গণেশ পূজা করে ঠাকুর বিসর্জন দিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করেন তিনি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেলফিতে শাহরুখের কপালে দেখা যায় লাল রঙের মঙ্গল টিপ।
ছবির ক্যাপশনে শাহরুখ লেখেন, ‘পুজো ও বিসর্জন হয়ে গিয়েছে। এই গণেশ চতুর্থীতে প্রার্থনা করি সকদের উপর ভগবান গণেশ আশীর্বাদ ও সুখ বর্ষন করুন। গণপতি বাপ্পা মোরয়া!’
https://www.instagram.com/p/CEPO1w8lgYg/?igshid=1juozsu8a62y0
ছবিটি পোস্ট করার পরেই একের পর এক কটাক্ষ করতে থাকে নেটিজেনদের একাংশ। তাদের অভিযোগ, ভিন্ন ধর্মী হয়ে হিন্দুদের উৎসব কেন পালন করছেন শাহরুখ? আবার কয়েকজন অভিনেতার পক্ষ নিয়েও কথা বলেছেন। একজন লিখেছেন, শাহরুখ সব ধর্মের উৎসবই পালন করেন। উনি একজন সত্যিকারের ভারতীয়।
কিং খানের স্ত্রী গৌরি খান একজন হিন্দু। তিন ছেলে মেয়ে আরিয়ান, সুহানা ও আব্রামকেও উভয় ধর্মের রীতিনীতিই মানতে শিখিয়েছেন তাঁরা। গণেশ পূজার পাশাপাশি ইদ, হোলি, দিওয়ালি সব উৎসবই পালন করেন তাঁরা।
শাহরুখ ছাড়াও সলমন খানকেও দেখা গিয়েছে গণপতির পুজো করতে। হাতে আরতির থালা নিয়ে সপরিবারে গণপতির আরতিও করেছেন তিনি। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। প্রতি বছরই ধুমধাম করে খান পরিবারে পালিত হয় গণেশ পুজো। তবে এবার করোনা আবহে জাঁকজমক অনেকটাই কম হয়েছে।