লম্বা চুলে পনিটেল, চোখে সানগ্লাস, ‘ডন টু’এর লুকে ফিরলেন শাহরুখ! ভাইরাল ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সেই ২০১৮ তে শেষবার বড়পর্দায় দেখা মিলেছিল শাহরুখ খানের (shahrukh khan)। তারপর তাঁর প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্ট থেকে একের পর এক সিনেমা মুক্তি পেলেও কিং খানকে আর পর্দায় দেখা যায়নি। অবশেষে তিনি ফিরছেন নতুন ছবি নিয়ে। তার আগেই প্রকাশ‍্যে এল এসআরকের নয়া লুক।

লম্বা এলোমেলো চুল কিছুটা পনিটেল করে বাঁধা, ফ্রেঞ্চ কাট দাড়ি, চোখে সানগ্লাস। এমনি ‘কুল’ লুকে ক‍্যামেরাবন্দি হলেন বলিউডের বাদশা। সোমবার মুম্বইতে পাপারাৎজির ক‍্যামেরাবন্দি হন শাহরুখ। আর সেই ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার হতেই তুমুল ভাইরাল।


বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, যশরাজ ফিল্মসের ব‍্যানারে প্রথম ছবিটি করতে চলেছেন শাহরুখ। ছবির পরিচালনার দায়িত্বে থাকবেন ‘ওয়ার’ খ‍্যাত সিদ্ধার্থ আনন্দ।  শাহরুখের বিপরীতে থাকছেন দীপিকা পাডুকোন। জানা গিয়েছে, যশরাজ ফিল্মসের ৫০ বছর পূর্তি উপলক্ষে যে ছবিগুলি দেখানো হবে তার মধ‍্যে এই ছবিটিও রয়েছে।

ছবির নাম ‘পাঠান’। জানা গিয়েছে, এই ছবির জন‍্য দীপিকা পারিশ্রমিক হিসাবে নিচ্ছেন ১৫ কোটি টাকা। পিছিয়ে নেই খলনায়ক চরিত্রে থাকা জন আব্রাহামও। তাঁর দাবি ২০ কোটি। অপরদিকে সম্প্রতি সংবাদ মাধ‍্যম সূত্রে খবর ছবির লাভের ৪৫ শতাংশই নাকি যেতে চলেছে শাহরুখের পকেটে।

https://www.instagram.com/p/CINaEXvhrBD/?igshid=nla7ko0f1wr

 

এছাড়াও শোনা যাচ্ছে, দক্ষিণী পরিচালক আটলির একটি কমার্শিয়াল ছবিতে অভিনয় করতে চলেছেন শাহরুখ। তবে সবথেকে আকর্ষণীয় ব‍্যাপার হল, এই ছবিতে দ্বৈত অবতারে দেখা যেতে চলেছে কিং খানকে। বাবা ছেলের দ্বৈত চরিত্রে অভিনয় করবেন শাহরুখ। জানা গিয়েছে, এটি একটি অ্যাকশন নির্ভর ছবি হতে চলেছে।

সূত্রের খবর, একটি চরিত্রে প্রখ‍্যাত এজেন্সির তদন্তকারী অফিসার রূপে দেখা যাবে অভিনেতাকে। অপর চরিত্রে এক কুখ‍্যাত অপরাধীর ভূমিকায় অভিনয় করবেন তিনি। জানা গিয়েছে, এই মুহূর্তে করন জোহরের লেখকদের টিমের সঙ্গে চিত্রনাট‍্যের উপর কাজ করছেন পরিচালক। শাহরুখের সঙ্গে এই ছবিতে সহ প্রযোজনা করবেন তিনি।

X