বাংলাহান্ট ডেস্ক: মাদক সেবনের অভিযোগে গ্রেফতার হয়েছেন শাহরুখ খান (shahrukh khan) পুত্র আরিয়ান খান (aryan khan)। রবিবার থেকে এই খবরেই হাওয়া গরম টিনসেল টাউন। শনিবার এক ক্রুজের রেভ পার্টিতে হানা দিয়ে আরিয়ান সহ ১০ জনকে গ্রেফতার করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। আরিয়ান নাকি জেরায় স্বীকার করেছেন যে তিনি মাদক নিয়েছেন।
ছেলের গ্রেফতার হওয়ার খবর পেতেই স্পেনের শুট বাতিল করেছেন কিং খান। এদিকে এমন পরিস্থিতিতেই ভাইরাল হচ্ছে একটি ভিডিও যার জেরে আরো বিপদে পড়েছেন শাহরুখ। ভিডিওতে তাঁকে বলতে দেখা যাচ্ছে, ছেলে আরিয়ান চাইলে সবকিছুই করতে পারে যেটা তিনি নিজে যৌবনকালে করতে পারেননি। সেটা মাদক সেবন থেকে শুরু করে নারীসঙ্গ পর্যন্ত সবকিছুই।
সে সময় সবে সবে শাহরুখ গৌরির পরিবারে বেড়েছে সদস্য সংখ্যা। প্রথম সন্তান আরিয়ানের জন্ম দিয়েছেন গৌরি খান। সে সময় এক সাক্ষাৎকারে শাহরুখকে প্রশ্ন করা হয়েছিল আরিয়ানকে কীভাবে বড় করার কথা ভাবছেন অভিনেতা। এর উত্তরে শাহরুখ বলেন, তিনি নিজে টিনেজ বয়সে যা যা করতে পারেননি তিনি চান ছেলে সেই সবগুলোই করুক।
শাহরুখ বলেন, আরিয়ানের যখন তিন চার বছর বয়স হবে তখনি সে চাইলে মেয়েদের পেছনে ছুটতে পারে, মাদক সেবন করতে পারে বা যৌন সঙ্গম করতে পারে। কিং খান বলেন আরিয়ান যদি তাড়াতাড়িই সব শুরু করে দেয় তাহলে ভাল। বড়লোকের বিগড়ে যাওয়া ছেলের মতো হতে হবে আরিয়ানকে। কিন্তু সে যদি ভাল ছেলে হয় তাহলে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে বলেও জানিয়েছিলেন শাহরুখ।
https://twitter.com/KRKBoxOffice/status/1444552071563423744?s=19
অভিনেতার দাবি ছিল, সহ অভিনেতা অভিনেত্রী যাদেরই মেয়ে আছে সকলের থেকে আরিয়ানের ব্যাপারে নালিশ শুনতে চান তিনি। বলা বাহুল্য, পুরো বিষয়টাই মজা করে বলেছিলেন শাহরুখ। কিন্তু তাঁর এই মন্তব্য দারুন শোরগোল ফেলেছিল সে সময় ইন্ডাস্ট্রিতে।
এত বছর পর ফের চর্চায় শাহরুখের সেই পুরনো ভিডিও। নিন্দুকদের দাবি, বাবা নিজে হাতেই বিগড়েছেন ছেলেকে। আবার অনেকে ঢাল হয়ে দাঁড়িয়েছে কিং খানের। তাদের বক্তব্য, পুরোটাই মজার সুরে বলেছিলেন অভিনেতা। তবে এই কঠিন সময়ে ইন্ডাস্ট্রির অনেককেই পাশে পেয়েছেন শাহরুখ। তাঁর সঙ্গে দেখা করতে মন্নত ছুটে এসেছেন দীর্ঘদিনের বন্ধু সলমন খান। টুইট করে পাশে থাকার বার্তা দিয়েছেন মহেশ ভাট কন্যা পূজা ভাটও।