ফাঁড়া কাটছে না শাহরুখের, গত বছরের পর এ বছরেও বাধা পড়ল ‘পাঠান’এর শুটে

বাংলাহান্ট ডেস্ক: আবারো শুটে বাধা শাহরুখ খানের (shahrukh khan)। স্পেনে শুটিং বন্ধ হয়ে যাওয়ায় ফের পিছিয়ে গেল ‘পাঠান’ (pathan) এর মুক্তির তারিখ। এমনিতেই ব‍্যক্তিগত জীবনের নানা বাধা বিপত্তির কারনে কাজে ফিরতে দেরি হয়েছে শাহরুখের। তার উপর আবার নতুন বাধা। ফাঁড়া এখনো কাটেনি অভিনেতার কপালে।

গত বছরটা খুবই খারাপ কেটেছে শাহরুখের। মাদক কাণ্ডে নাম জড়িয়ে ছেলে আরিয়ান জেলবন্দি হয়েছিলেন। ঠিক তখনি স্পেনে ‘পাঠান’ এর শুটিং করতে যাওয়ার কথা ছিল শাহরুখের। কিন্তু ছেলেকে বিপদে ফেলে যেতে পারেননি তিনি। নিজের কাজ ভুলে আইনি লড়াইয়ে জড়িয়ে পড়েন কিং খান। ছেলেকে জেল থেকে ছাড়িয়ে বেশ কিছুদিন পরিবারকে সময় দেওয়ার পরেই কাজে ফেরেন তিনি।

shahrukh khan ipl
কিন্তু গত বছরের খারাপ সময় যে এ বছরেও পিছু ছাড়েননি শাহরুখের তা বোঝাই গেল। সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, স্পেনে নতুন করে করোনার বাড়বাড়ন্ত শুরু হয়েছে। ওমিক্রন ছড়িয়ে পড়েছে সে দেশে। অথচ ওখানেই পাঠানের একটা গুরুত্বপূর্ণ অংশ শুট হওয়ার কথা রয়েছে। গত বছর অক্টোবরেই শুট হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই মুহূর্তে তা সম্ভব হয়নি। আর এবারে বাধা দিল করোনা।

স্পেনে নাকি একদিনে প্রায় দেড় লক্ষ ছাড়াচ্ছে করোনা আক্রান্তের সংখ‍্যা। সূত্রের খবর, স্পেনের বাসিন্দাদের ৮০ শতাংশের করোনার দুটি ডোজই নেওয়া হয়ে গিয়েছে। উপরন্তু নেওয়া হয়ে গিয়েছে বুস্টার ডোজও। কিন্তু তা সত্ত্বেও যেভাবে করোনা ছড়াচ্ছে তা শুটের জন‍্য বেশ বিপজ্জনক বলেই মত ছবি নির্মাতাদের।

স্পেনে দীপিকার সঙ্গে শাহরুখের একটি রোম‍্যান্টিক গান ও কিছু অ্যাকশন দৃশ‍্যের শুটি‌ং হওয়ার কথা রয়েছে। নির্মাতারা দুই অভিনেতা অভিনেত্রীর সঙ্গে আলোচনা করার পরেই শুটিংয়ের শিডিউল পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শুটিং ফের শুরু হতে পারে বলে খবর। উল্লেখ‍্য, দক্ষিণী পরিচালক অ্যাটলির একটি ছবিতেও অভিনয় করছেন শাহরুখ।

Niranjana Nag

সম্পর্কিত খবর