বাংলাহান্ট ডেস্ক: প্রায় গোটা উত্তর ভারত জুড়ে এখন একটাই ডাক, ‘বয়কট পাঠান’ (Boycott Pathan)। শাহরুখ খান (Shahrukh Khan), দীপিকা পাডুকোনের আসন্ন সিনেমার প্রথম গানই জড়িয়েছে বিতর্কে। ‘বেশরম রঙ’এ রঙ নিয়েই যাবতীয় ঝামেলার সূত্রপাত। গেরুয়া রঙের বিকিনি পরা দীপিকার শরীরে শাহরুখের ‘অশালীন’ স্পর্শ দেখেই ক্ষুব্ধ রাজনৈতিক মহল থেকে বিভিন্ন হিন্দু সংগঠনগুলি।
এখনো পর্যন্ত মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রে পাঠান নিয়ে বিক্ষোভ প্রদর্শন হয়েছে। এবার অশান্তির আঁচ পৌঁছাল বিহারেও। সে রাজ্যের এক বিজেপি নেতা হুঙ্কার ছেড়েছেন, পাঠান মুক্তি পেতে দেওয়া হবে না বিহারে। শাহরুখের ছবি নিষিদ্ধ করতে হবে।
বিহারে শাসক বিরোধী দল বিজেপি নেতা হরি পূষণ ঠাকুর বলেন, এই ছবির নির্মাতারা দেশের ‘সনাতন’ সংষ্কৃতি ধ্বংস করার চেষ্টা করছেন। গেরুয়া রঙ সনাতন সংষ্কৃতির প্রতীক। সূর্যের রঙ গেরুয়া আর আগুনও একই রঙের। এটা বলিদানের প্রতীক। কিন্তু ছবি নির্মাতারা পবিত্র গেরুয়া রঙকে ‘বেশরম’ রঙ বলেছেন গানে। এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার।
তিনি আরো বলেন, গানে অভিনেত্রী দীপিকা পাডুকোনের পোশাক অত্যন্ত অশ্লীল। এই কারণেই বেশিরভাগ মানুষ ছবিটি বয়কট করার দাবি জানাচ্ছেন। পাঠান বিহারের কোনো প্রেক্ষাগৃহে মুক্তি পাবে না। সমস্ত সিনেমা হলে বিক্ষোভ প্রদর্শন করবে বিজেপি কার্যকর্তারা, স্পষ্ট জানিয়ে দিয়েছেন হরি পূষণ।
উল্লেখ্য, এর মধ্যে পাঠানের আরো একটি গান আনার ঘোষনা করে দিয়েছে প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস। ‘বেশরম রঙ’ এর পর এবার আসতে চলেছে ‘ঝুমে যো পাঠান’। সেই গানের প্রথম লুক সম্প্রতি শেয়ার করা হয়েছে প্রযোজনা সংস্থার তরফে।
প্রথম লুকে শাহরুখ ওরফে পাঠানের দেখা মিলেছে বুকের বোতাম খোলা সাদা শার্ট, কালো প্যান্টে। বড় চুল বাঁধা খোঁপায়, চোখে সানগ্লাস। পাশে কালো হট প্যান্ট, বাদামী টপ আর হাঁটু পর্যন্ত রূপোলি বুটস পরে দাঁড়িয়ে দীপিকা। একটি হলুদ গাড়ির সামনে দাঁড়িয়ে দুজনে। পরিচালকের তরফে জানানো হয়েছে, এই গানটিতে পাঠানের আসল মেজাজ ধরা পড়বে। উপরন্তু শাহরুখকে এই গানে নাচতেও দেখা যাবে।