হুডা ও অক্ষরকে সামলে নিজের ১০০তম ম্যাচে দুরন্ত শতরান সাই হোপের, ভারতের সামনে রানের পাহাড়

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বুমরা শামিদের অনুপস্থিতিতে আরও একবার অসহায় ভারতীয় বোলিং লাইন আপ। চাহাল, আবেশদের কুচুকাটা করে প্রথমে ব্যাট করে ভারতের সামনে ৩১১ রানের পাহাড় খাড়া করলেন ক্যারিবিয়ান ব্যাটাররা। ১৩৫ বলে ১১৫ রানের দুর্দান্ত ইনিংস খেললেন তারকা ওপেনার সাই হোপ। ৩ উইকেট পেলেও নিজের ৭ ওভারে ৫৪ রান দিলেন শার্দূল ঠাকুর।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে কাইল মেয়ার্স ব্যাট হাতে তান্ডব শুরু করেছিলেন। সিরাজ বাদে বাকি পেসারদের আক্রমণ করে চাপে ফেলে দিয়েছিলেন তিনি। তখন সাই হোপ অপর দিকটা ধরে রাখার কাজ করেছিলেন। বাধ্য হয়ে বোলিং পরিবর্তন করে আচমকা দীপক হুডাকে আক্রমণে আনেন এবং আশ্চর্যজনকভাবে নিজের প্রথম আন্তর্জাতিক উইকেট হিসাবে মেয়ার্সের উইকেটও তুলে নেন তিনি। এরপর অক্ষর প্যাটেল এবং যুজবেন্দ্র চাহালও একটি করে উইকেট তুলে ওয়েস্ট ইন্ডিজের রানের গতিতে বাঁধন দেন।

আচমকাই ৯ ওভারে বিনা উইকেট হারিয়ে ৬৫ থেকে ওয়েস্ট ইন্ডিজ ২৪ ওভারে ১৩০-৩ হয়ে যায়। যতক্ষণ দুই অফস্পিনার অক্ষর প্যাটেল এবং দীপক হুডা বল করেছিলেন ততক্ষণ রানের গতিতে বাঁধন ছিল। তাদের সামলে নিয়ে নিকোলাস পুরান এবং সাই হোপ বাকি বোলারদের বিরুদ্ধে আক্রমণ শুরু করেন। দুর্দান্ত অর্ধশতরান করেন অধিনায়ক পুরান (৭৫)। ৬ টি ছক্কা ও ১ টি চার মারেন তিনি। দলগত রান আরও অনেক বাড়তে পারতো যদি না শার্দূল ঠাকুর নিজের দ্বিতীয় স্পেলে এসে তিনটি উইকেট তুলে না নিতেন। পুরান ও সাই হোপ দুজনকেই প্যাভিলিয়নে ফেরান তিনি। ভারতীয় পেসারদের মধ্যে সিরাজ দুই স্পেলেই ভালো বোলিং করে একটি মেডেন সহ মাত্র ৪৬ রান দেন কিন্তু কোনও উইকেট পাননি। কিন্তু এক উইকেট নিয়েও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক ওডিআই ম্যাচে সবচেয়ে বেশি রান খরচের রেকর্ড গড়েন চাহাল।

আজ নিজের শততম ম্যাচ খেলতে নেমে শতরান করেন ওয়েস্ট ইন্ডিজ তারকা সাই হোপ। নিজের ৫০ ও ১০০ দু ক্ষেত্রেই ছক্কা মেরে পৌঁছন তিনি। ওপেনার হিসাবে তিনি ৪৫ টি ইনিংস খেলেছেন যার মধ্যে ১১ টি শতরান ও ১০ টি অর্ধশতরান সামিল রয়েছে। আজ নিজের ১১৫ রানের ইনিংসে ৮টি চার ও ৩ টি ছক্কা মেরেছিলেন তিনি।


Reetabrata Deb

সম্পর্কিত খবর