বিপিএলে অব্যাহত পুষ্পা-রাজ, এবার আল্লু অর্জুনের ঢঙে কোমর দোলালেন সাকিব আল হাসান

বাংলার হান্ট নিউজ ডেস্ক: ভারতের দক্ষিণের ফ্লিম ইন্ডাস্ট্রির মহাতারকা আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’-এর জাদু সারা বিশ্বের মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। ক্রিকেট মাঠেও অনেক দেশের ক্রিকেটারকে ‘পুষ্পা’ সিনেমার বিভিন্ন গানের অনেক স্টেপ নকল করতে দেখা গেছে। এবার এই তালিকায় যুক্ত হলেন বাংলাদেশের এক তারকা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে দক্ষিণ আফ্রিকান তারকা ফ্যাফ দু প্লেসিসের উইকেট নেওয়ার পর আনন্দে পুষ্পার নকলে নাচ করে দেখালেন সাকিব আল হাসান।

কিছুক্ষণের মধ্যেই সাকিব আল হাসানের সেই ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সকলের সামনে আসা এই ভিডিওতে দেখা যায়, মিরপুরে শের-এ-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব প্যাভিলিয়নে ফেরান ফ্যাফ দু প্লেসিস-কে। এর পর তাকে ‘পুষ্পা’-এর বিখ্যাত ডান্স স্টেপ কপি করতে দেখা যায়।

এর আগেও বিপিএলে এমন চিত্র দেখা গিয়েছে। ক্যারিবিয়ান তারকা ডোয়েইন ব্র্যাভো-ও মেতেছিলেন পুষ্পা-র তালে। নিজের দলের হয়ে উইকেট নেওয়ার পর পুষ্পা: দ্য রাইজ সিনেমার ‘শ্রীবল্লি’ গানের ঢংয়ে কাঁধ নাছিয়েছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার।

এর আগে অজি তারকা ডেভিড ওয়ার্নার-কার দেখা যায় এই গানে নৃত্যরত অবস্থায়। তবে তিনি অবশ্য মাঠে নেমে এমনটা করেননি। তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সানগ্লাস চোখে এই নাচ করে সেই ভিডিও পোস্ট করেছিলেন যা দেখে নেটিজেনরা বেশ মজাও পেয়েছিল।

Reetabrata Deb

সম্পর্কিত খবর