“আমরা তো বিশ্বকাপ জিততে আসিনি”, ভারতের বিরুদ্ধে নামার আগে বাংলাদেশের মনোবলই ভেঙে দিলেন সাকিব

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মাঝে একটা সময় এসেছিল, সেই সময়টায় বাংলাদেশের ক্রিকেট দলের পারফরম্যান্স সকলকে চমকে দিতে শুরু করেছিল। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়, ভারত এবং পাকিস্তানকে নিজেদের ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজে পরাস্ত করা, এশিয়া কাপের ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স। ক্রিকেটপ্রেমীরা এটা মানতে বাধ্য হয়েছিলেন যে বাংলাদেশ ও এখন ক্রিকেটের প্রধান শক্তিগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে।

কিন্তু সেই পরিস্থিতির অনেকটাই পরিবর্তন ঘটেছে গত দেড় বছরে। রুবেল, তাসকিন, মোর্তাজা মুস্তাফিজুর সমৃদ্ধ বোলিং আক্রমণের আর দুজন মাত্র মাত্র টিকে আছেন। সাকিব এবং সেই দুই পেশার বাদে বাংলাদেশ দলে ধারাবাহিক পারফরম্যান্স করে ম্যাচে চেতনার মতো কাউকে দেখা যাচ্ছে না। এই সত্যটা মেনে নিয়েছেন স্বয়ং বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

এর আগে অতীতে অনেকবার ভারতকে গুরুত্বপূর্ণ ম্যাচে হারিয়ে চমক দেখিয়েছে বাংলাদেশ। আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে যখন দুই প্রতিপক্ষ মুখোমুখি হবে তখন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা একই রকম কিছু ফলাফলের প্রত্যাশা করে থাকছিলেন। কিন্তু সাকিবের মন্তব্য তাদের মনোবল অনেকটাই ভেঙে দিয়েছে।

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ভারত-বাংলাদেশ ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে সাকিব নিজেদেরকে লড়াইয়ে রাখতে চাননি। বাংলাদেশ অধিনায়ক সাংবাদিক সম্মেলনে বলেছেন, “ভারত অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ জেতার লক্ষ্য নিয়ে এসেছে। আমরা এখানে বিশ্বকাপ জিততে আসেনি। কালকের ম্যাচে ভারত ফেভারিট হিসেবেই নামবে। তবে আমরা অতীতেও ফেভারিট ভারতকে হারিয়ে অঘটন ঘটিয়েছি। কাল সেই রকম অঘটন ঘটানোর লক্ষ্যেই আমরা মাঠে নামব।”

ভারত যে বিশ্বকাপে একেবারে অপ্রতিরোধ্য তা নয়। বেশ কিছু জায়গায় ভারতের পারফরম্যান্সে ঘাটতি দেখা গিয়েছে। তার মধ্যে ব্যাট হাতে ওপেনিং এবং বল হাতে ফিনিশিং সবচেয়ে বড় দুর্বল জায়গা ভারতের। বাংলাদেশ সেই জায়গাগুলিতেই তারও বেশি করে আক্রমণ করার চেষ্টা করবে। কোনওভাবে যদি তারা তাদের লক্ষ্যে সফল হয় তাহলে ভারতের সেমিফাইনালে টিকিট নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন উঠে যাবে এবং বাংলাদেশের সামনে অপ্রত্যাশিত ভাবে একটি সুযোগ খুলে যাবে নিজেদেরকে সেমিফাইনালে দেখার।

 


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর