মন জিতলেন শাকিব, নাসুম ও হৃদয়! ভারতের বিরুদ্ধে নেপালকে টপকে গেল বাংলাদেশ

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এশিয়া কাপ (2023 Asia Cup) থেকে বিদায় আগেই নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। ভারতের বিরুদ্ধে তাদের আজকের ম্যাচ ছিল সম্মান রক্ষার। আর ব্যাটিংয়ের ক্ষেত্রে অন্তত সেই কাজটা অধিনায়ক সাকিবের নেতৃত্বে বেশ ভালোভাবে করল বাংলাদেশ। চলতি এশিয়া কাপে ভারতীয় দল নিজেদের প্রত্যেক প্রতিপক্ষকে অলআউট করেছিল আজকের আগে অবধি। নেপাল ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ ২৩০ রানের স্কোর করেছিল। কিন্তু বাংলাদেশ এদের নেপালের ওই রেকর্ডটা ভেঙে দিল।

এই প্রথম চলতে এশিয়া কাপে কোন দল ভারতের বিরুদ্ধে পুরো ৫০ ওভার ব্যাটিং করতে পারল। ৪৬ তম ওভারেই নেপালের ভারতের বিরুদ্ধে স্কোরটি টপকে যায় বাংলাদেশ। তাদের প্রাথমিক বিপর্যয়ের মুখোমুখি হতে হয়েছিল ঠিকই। লিটন দাস, তানজিন হাসান, আনামুল হকরা হতাশ করেছিলাম ঠিকই। কিন্তু তাদের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ।

অধিনায়ক সাকিব আল হাসান (৮০) বাংলাদেশের ভাঙাচোরা ইনিংস কে পুনর্গঠন করার কাজটা শুরু করেছিলেন। তার সঙ্গে যোগ দিয়েছিলেন চলতি এশিয়া কাপে বাংলাদেশের জার্সিতে দুর্দান্ত ছন্দে থাকা তরুণ তাওহীদ হৃদয় (৫৪)। আর শেষে ফিনিশিং টাচটা দেন নাসুম আহমেদ (৪৪) ও শেখ মেহেদী হাসান (২৯)। ৫০ ওভার শেষে ভারতের সামনে তারা ২৬৬ রানের টার্গেট রাখতে পেরেছে।

shami

বাংলাদেশকে ভারতের সামনে এত বড় স্কোর খাড়া করতে পেরেছে তার মূল কারণটা হলো সকল বোলারদের একসাথে ছন্দ না থাকাটা। শার্দূল ঠাকুর (৩/৬৫), অক্ষর প্যাটেল (১/৪৭) ও রবীন্দ্র জাদেজা (১/৫৩) উইকেট পেলেও রানের গতিতে অঙ্কুশ লাগাতে পারেননি। তাই শামি (২/৩২) এবং প্রসিদ্ধ কৃষ্ণা (১/৪৩) ভালো বোলিং করলেও বাংলাদেশকে ২৫০ রানের মধ্যে আটকানো যায়নি।

এর জন্য অনেকটাই দায়ী ভারতের বাজে ফিল্ডিং। ঈশান কিষান, সূর্যকুমার যাদব, উইকেট রক্ষক লোকের রাহুল প্রত্যেকেই আজ ক্যাচ ফেলেছেন গুরুত্বপূর্ণ সময়। তা না হলে বাংলাদেশের ব্যাটিংকেও ভারতের এই দ্বিতীয় সারির বোলিং অল্প রানে আটকে দিতে পারতো বলে বিশ্বাস ভারতীয় সমর্থকদের। ভারতীয় দলে আজ পাঁচটি পরিবর্তন হয়েছে। তিলক ভার্মা, সূর্যকুমার যাদবরা আজকে কি নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে পারবেন?

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর