বাংলা হান্ট নিউজ ডেস্ক: পাকিস্তানের বাংলাদেশ সফরের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। জাভিয়াদের প্রভাবে এই দুই দিনে ম্যাচে মাত্র ৬৩.২ ওভার খেলা হয়েছে। ম্যাচের দ্বিতীয় দিন শুরুর আগে থেকেই ঢাকার মাঠে প্রবল বৃষ্টি হয় এবং বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান-কে সেই বৃষ্টিতে বেশ মজা করতে দেখা যায়। তাদের মাঠে মজা করার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতেও।
Shakib Al Hasan enjoying his time in Dhaka rain. pic.twitter.com/7QjI9u4aIl
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 5, 2021
শের-ই-বাংলা স্টেডিয়ামে বৃষ্টির মধ্যে শিশুর মতো খেলতে দেখা গেছে সাকিবকে। তাকে মাঠ ঢাকার জন্য বিছানো জল জমে থাকা কভারগুলিতে ঝাঁপ দিতে দেখা গিয়েছে এবং পুরো মাঠ জুড়ে তাকে স্লাইড করতে দেখা যায়। এই সময় সাকিবকে খুবই খুশি দেখাচ্ছিল। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তার ভক্তরাও এই ভিডিওটি খুব পছন্দ করছেন এবং তারা এটি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করছেন।
একই সময়ে, পাকিস্তান অধিনায়ক বাবর আজমের কার্যকলাপও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। দেখা যায় এই বৃষ্টির সময় তিনি ব্যাটিং অনুশীলন করছেন ড্রেসিংরুমের ভিতরে। বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ, তাই পাকিস্তান অধিনায়ক বাবর ড্রেসিংরুমেকেই ট্রেনিং গ্রাউন্ড বানিয়ে নেন এবং ব্যাট হাতে অনুশীলন শুরু করেন।
উল্লেখ্য, মীরপুরে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টের প্রথম দিনে সাকুল্যে ৫৭ ওভার খেলা হয়। পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ২ উইকেটে ১৬২ রান তোলে। বাবর আজম ৬০ ও আজহার আলি ৩৬ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় দিনে খেলা হয় মাত্র ৬.২ ওভার। দ্বিতীয় দিনের শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ১৮৮ রান। বাবর ৭১ ও আজহার ৫২ রানে অপরাজিত রয়েছেন।