খুনের হুমকির পর স্ত্রী-র সঙ্গে ছবি পোস্ট করে সমালোচনার মুখে সাকিব আল হাসান

বাংলা হান্ট ডেস্কঃ এখনো একমাস হয়নি কয়েকদিন আগেই কলকাতায় কালী পুজোর উদ্বোধন অনুষ্ঠানে এসে বিতর্কে জড়িয়ে ছিলেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান (Sakib al hasan)। এমনকি সাকিবকে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল, শেষ পর্যন্ত বাধ্য হয়ে ক্ষমা চেয়েছিলেন সাকিব। এবার সোশ্যাল মিডিয়ায় নিজের স্ত্রীর সঙ্গে ছবি ছেড়েও ব্যাপক ট্রোলের শিকার হতে হল সাকিবকে।

সোশ্যাল মিডিয়ায় শাকিব নিজের স্ত্রীর সঙ্গে যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তিনি নিজের স্ত্রীকে আলিঙ্গন করছেন। আর শাকিবের এই ছবিটিই পছন্দ হয়নি নেটিজেনদের। অনেকই এটি ভালো ভাবে নিলেও বেশিরভাগ মানুষই এর সমালোচনা করেছেন। অনেকেই দাবি করেছেন আমরা জানি আপনারা খুবই ভালো কাপল, কিন্তু নিজেদের একান্ত ব্যক্তিগত মুহূর্তগুলি সকলের সামনে শেয়ার না করাই ভালো।

https://twitter.com/CA_Jaideep/status/1330853414914252802?s=20

https://twitter.com/hindutamizan/status/1330876890060529664?s=20

শাকিবের এই পোষ্টের নিচে বেশ কয়েকজন নেতিবাচক কমেন্ট করেছেন। একজন লিখেছেন, ‘আপনি কেমন মানুষ যে পুজোর উদ্বোধনে আশায় আপনাকে খুনের হুমকি পেতে হল।’ আবার একজন কিছুটা মজার ছলে লিখেছেন, ‘স্যার জী বোরখা তো পরাও।’ আবার একজন লিখেছেন, ‘এই ভাবে ছবি দিওনা ফতোয়া জারি হয়ে যাবে।’ সেই সঙ্গে একজন মজার ছলে লিখেছেন, ‘ভাইয়া ক্ষমা প্রার্থী হয়ে চিঠি লিখে তৈরি হয়ে যাও।’ একজন তো আবার সরাসরি সাকিবকে ‘ভীতু’ বলেও উপহাস করেছেন।

Udayan Biswas

সম্পর্কিত খবর