কেন IPL-এ সুযোগ পেলেন না সাকিব আল হাসান, কারণ জানালেন তাঁর স্ত্রী

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএল অকশনে অনেক নামি তারকাই এবার অবিক্রিত থেকেছেন। এই বার নিলামে ওঠা বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান কেও অবিক্রিত থাকতে হয়েছে। টি টোয়েন্টি ফরম্যাটে নিজের স্পিন বোলিং এবং আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য সাকিব খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার বলে পরিচিত।

চলতি বিপিএলেও দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। টানা পাঁচ ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে দেখিয়েছেন, যা বিশ্বের কোনও প্রান্তের লিগে কোনও ক্রিকেটার করে দেখাতে পারেননি। কিন্তু ১২ এবং ১৩ই ফেব্রুয়ারি নিলামে কোনও দলই তাকে দলে জায়গা দেয়নি। এই নিয়ে এবার মুখ খুলেছেন তার স্ত্রী সাকিব উম্মি আল হাসান।

উম্মি লিখেছেন, “প্রথমেই আপনারা নিজেদের উত্তেজনা নিয়ন্ত্রণ করুন। আপনাদের জানাই কিছু ফ্রাঞ্চাইজি সাকিবকে নিলামের আগে সরাসরি কনটেক্ট করেছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সে কি সমস্ত সিজনের জন্য উপলব্ধ রয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা হতে পারে না, কারণে শ্রীলঙ্কা সফর রয়েছে। তাই এমনটা হয়েছে। আপনাদের উৎসাহে জল ঢেলে দিতে খারাপ লাগছে।”

উম্মি আরও লিখেছেন, “এটির জন্য কোনও দুঃখ নেই, সামনের বছর দেখা যাবে। দেশের দায়িত্ব নেওয়ার জন্য তিনি শ্রীলঙ্কা সিরিজ ছেড়ে দেননি। যদি তাকে বেছে নেওয়া হয় তাহলে আপনি যা বলছেন, এখনও বলতে পারতেন তাহলে এতক্ষণে আপনারাই তাকে গদ্দার তৈরি করে ফেলতেন।”

X