পয়সা-ক্ষমতার জোর, মাদক কাণ্ডে রবিবার আটক হয়ে সোমবারেই জামিন পেলেন শক্তি কাপুর-পুত্র সিদ্ধান্ত

Published On:

বাংলাহান্ট ডেস্ক: উদ্দাম নৈশজীবন, পার্টিতে মাদকের ছড়াছড়ি। বলিউড তারকাদের বিরুদ্ধে বারেবারেই উঠেছে এমন অভিযোগ। সম্প্রতি অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের (Shraddha Kapoor) ভাই সিদ্ধান্ত কাপুর (Siddhanth Kapoor) আটক হয়েছিলেন একই কারণে। পার্টিতে মাদক সেবন করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ঘন্টা কয়েক কাটতে না কাটতেই জামিনও পেয়ে গেলেন সিদ্ধান্ত।

গত রবিবার রাতে বেঙ্গালুরুর এক পাঁচতারা হোটেল থেকে আটক করা হয় সিদ্ধান্তকে। সেখানে তখন চলছিল উদ্দাম পার্টি। ওই পার্টিতেই ছিলেন সিদ্ধান্ত। মাদক সেবন করা হয়েছে সন্দেহ করে পার্টিতে উপস্থিত ৩৫ জনের নমুনা পরীক্ষা করতে দিয়েছিল পুলিস। সিদ্ধান্ত সহ ছয় জনের নমুনা পজিটিভ এসেছে বলে খবর। তারপরেই আটক করা হয় তাঁদের।


সোমবারেই জামিনে ছাড়া পেয়ে যান সিদ্ধান্ত। রবিবার রাতে তাঁকে আটক করার পর পুলিসি হেফাজতে রাখা হয়েছিল। পুলিস সূত্রে জানা গিয়েছে, সিদ্ধান্ত কাপুরের মেডিক‍্যাল পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে তিনি মাদক সেবন করেছিলেন। ডাস্টবিন থেকে সাতটি এমডিএমএ ট‍্যাবলেট, সামান‍্য পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে বলে খবর পুলিস সূত্রে।

পুলিস সন্দেহ করছে, বেশিরভাগ মাদকটাই সম্ভবত নষ্ট করে ফেলা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত চালানো হচ্ছে। ওই পার্টিতে ডিজে ছিলেন সিদ্ধান্ত। তিনি সহ বাকি চারজনকেও জামিন দেওয়া হলেও তলব করা হলেই তাঁদের পুলিসের সামনে হাজিরা দিতে হবে।

বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্ত কাপুর। শ্রদ্ধার মতো জনপ্রিয় না হলেও বেশ কিছু ছবি ও ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। শুটআউট অ্যাট ওয়াডালা, আগলি, চেহরে, হাসিনা পারকার এর মতো ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। ভাগম ভাগ, চুপ চুপ কে, ঢোল, ভুলভুলাইয়া ছবিতে সহ পরিচালক হিসাবে কাজ করেছেন তিনি। শেষ বার ‘ভাউকাল’ ওয়েব সিরিজে দেখা গিয়েছিল সিদ্ধান্ত কাপুরকে।

সম্পর্কিত খবর

X