RBI প্রধান শক্তিকান্ত দাসকে অনন্য সম্মান গোটা বিশ্বের! দেওয়া হল এই ‘বিশেষ’ পুরস্কার

বাংলাহান্ট ডেস্ক : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মুকুটে নয়া পালক। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস ‘গভর্নর অফ দ্য ইয়ার’ (2023) সম্মানে ভূষিত হলেন। লন্ডনের সেন্ট্রাল ব্যাঙ্কিং অ্যাওয়ার্ডস সংস্থা শক্তিকান্ত দাসকে (Shaktikanta Das) এই সম্মানে ভূষিত করেছে। লন্ডনের এই সংস্থাটি একটি আন্তর্জাতিক অর্থনৈতিক গবেষণা জার্নাল।

এই সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিশ্বব্যাপী সংকট ও করোনাকালে ভারতের ব্যাংকিং ব্যবস্থাকে সর্বোত্তমভাবে পরিচালনা করার জন্য এই সম্মান দেওয়া হয়েছে শক্তিকান্ত দাসকে। কেন্দ্রীয় ব্যাংকিং মনে করছে, শক্তিকান্ত দাস আরবিআই হিসেবে অনেক সংস্কারমূলক কাজ করেছেন। ভারতকে অনেক কঠিন সময়ে তিনি সঠিক পথে এগিয়ে নিয়ে এগিয়েছেন।

শক্তিকান্ত দাসকে এই পুরস্কারে ভূষিত করার জন্য সুপারিশ দেওয়া হয় চলতি বছরের মার্চ মাসে। বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতার মধ্যে ভারতের ব্যাংকিং সেক্টরে অনবদ্য অবদানের জন্য তিনি এই পুরস্কারে ভূষিত হলেন। জানানো হয়েছে, কোভিড 19, এনবিএফসি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইত্যাদির সময় তিনি ভারতের অর্থ ব্যবস্থাকে স্বচ্ছল রেখেছেন।

শক্তিকান্ত দাস রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর হিসেবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। তার এই পদক্ষেপগুলি ইতিমধ্যেই ফলপ্রসূ হয়েছে। বর্তমানে আরবিআইয়ের (Reserve Bank of India) পাইকারি মুদ্রাস্ফীতি তিন বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থায় রয়েছে। অন্যদিকে, খুচরো মুদ্রাস্ফীতি গত ২৫ মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে রয়েছে।

screenshot 2023 06 15 18 05 22 17

শক্তিকান্ত দাস এর আগে সেন্ট্রাল ব্যাংকার অফ দ্য ইয়ার, এশিয়া প্যাসিফিক অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন। শক্তিকান্ত দাস রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর হওয়ার আগে সামলেছেন কেন্দ্র ও রাজ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদ। তামিলনাড়ু ক্যাডারের 1980 ব্যাচের একজন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার বর্তমান আরবিআই গভর্নর। শক্তিকান্ত দাস IMF, G20, BRICS, SAARC-এ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর