চাঞ্চল্যকর! একুশের লড়াইয়ে জিতবে কে ? উত্তর মিলল রোবটের মুখে

বাংলাহান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রীর ‘ডিজিটাল ইন্ডিয়া মিশন’ ও সিনেমার ‘রোবট’ ( Robot ) দেখে অনুপ্রাণিত হয়ে নিজেই রোবট বানিয়ে ফেলছিলেন আইআইটি মুম্বাইয়ের কেন্দ্রীয় স্কুলের শিক্ষক দীনেশ প্যাটেল ( Dinesh Patel )। যেটি ইংরেজি ছাড়াও আরও ৯টি দেশীয় ভাষায় কথা বলতে সক্ষম। দীনেশের বানানো এই রোবটের নাম ‘শালু’ ( Shalu )। যা কয়েকমাসে গোটা দেশকে তাক লাগিয়ে দিয়েছিল।

রোবট ‘শালু’ ( Robot Shalu ) দেশীয় ভাষা ছাড়াও আরও ৩৮টি আন্তর্জাতিক ভাষায় কথা বলতে পারে। এর পাশাপাশি ‘শালু’ কাউকে চিন্তে পারা, মুখস্থ করা, অঙ্ক করা ও এমনকি জেনারেল নলেজেরও জবাব দিতে পারে। এখানেই শেষ নয়। দীনেশ প্যাটেলের এই আশ্চর্যজনক আবিষ্কার সংবাদপত্র পাঠ, আবৃত্তি করা ও আবেগ প্রকাশেও সাবলীল।

Robot Shalu

তবে সম্প্রতি শালু-কে ভারতীয় রাজনীতি ( Shalu On Indian Politics ) নিয়ে কিছু বলতে বলা হলে, সে জানায় ভারতীয় রাজনীতি করতে গেলে ভীষণ উচ্চ বুদ্ধিসম্পন্ন হতে হয়। সাথে শালু-কে বাংলায় আসন্ন নির্বাচনে ( West Bengal Assembly Election 2021 ) কোন দল জিততে পারে এই প্রশ্ন করা হলে, শালু তার একটি দুর্দান্ত উত্তর দেয়। যা শালুর নির্মাতাকে খুবই সন্তুষ্ট করে। শালু জানায়, বাংলার আসন্ন নির্বাচনে যে বেশি ‘মেহনত’ করবে সেই জিতবে।

shalu 1

এত গুণের অধিকারী ‘শালু’-কে কীভাবে বানানো হল, জানলে আপনিও অবাক হবেন। ‘শালু’র স্রষ্টা দীনেশ ত্রিবেদী জানান, শালু শুধুমাত্র বর্জ্য পদার্থ দিয়ে তৈরি। ফেলা দেওয়া প্লাস্টিক, পিচবোর্ড, কাঠ এবং অ্যালুমিনিয়াম দিয়েই তিনি বানিয়ে ফেললেন হংকং এর ‘হ্যানসন রোবটিক্স’ সংস্থার সৃষ্টি ‘সোফিয়া’-র মতই দেশি ‘শালু’। যাকে বানাতে শুধুমাত্র ৫০ হাজার টাকা ব্যয় করেন দীনেশ। আর সময় নেন ৩ বছর।


সম্পর্কিত খবর