‘হটেস্ট’ ইনস্টাগ্রাম তারকার তালিকায় প্রথম নাম, একের পর এক বোল্ড ছবিতে নজর কাড়ছেন শামা

বাংলাহান্ট ডেস্ক: সবথেকে জনপ্রিয় ও হট ইনস্টাগ্রাম তারকাদের মধ‍্যে একেবারে প্রথম দিকে নাম থাকবে শামা সিকন্দরের (shama sikander)। হিন্দি ধারাবাহিক দিয়ে কেরিয়ার শুরু করেন তিনি। মডেল হিসাবেও খুবই পরিচিত শামা। দিনকে দিন জনপ্রিয়তার পাল্লা বাড়ছে তাঁর।
এখন শুধুমাত্র অভিনয়েই সীমাবদ্ধ নন তিনি। একই সঙ্গে পাল্লা দিয়ে চালাচ্ছেন পরিচালনা ও প্রযোজনাও। বেশ কিছু নতুন প্রজেক্ট ভক্তদের উপহার দিয়েছেন শামা। ধীরে ধীরে নিজেকে আরও সুন্দর করে গড়ে পিটে নিচ্ছেন শামা সিকন্দর।

IMG 20200712 153954
সোশ‍্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন শামা। নিত‍্যনতুন ছবি শেয়ার করে অনুরাগীদের মন ভুলিয়ে রাখতে তাঁর জুড়ি নেই। আর শামার নতুন ছবি পোস্ট করা মাত্রই তা যে মুহূর্তে ভাইরাল হয়ে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না।

https://www.instagram.com/p/CCfSFAtgSWX/?igshid=1u7nzgpxm7497

https://www.instagram.com/p/CB93bLcgJ5b/?igshid=etak0883vw53

https://www.instagram.com/p/CBhg8ypALyj/?igshid=3u7xd4f87p02

https://www.instagram.com/p/CAt-SFnAVrP/?igshid=1nkx4rjc5fw2d

টেলিভিশন ধারাবাহিকে শাড়ি পরা, নিতান্ত গৃহবধূ বা মেয়ের চরিত্রেই শামাকে দেখা যেত। কিন্তু তারপরেই হঠাৎ করে বদল আসে তাঁর মধ‍্যে। বেশ কয়েক বছর আগেই বিয়ে করে মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন অভিনেত্রী। সেখানেই পাকাপাকি ভাবে সংসার করছেন তিনি।

https://www.instagram.com/p/CAHWfb8AWyv/?igshid=bbh1cvmy75gq

https://www.instagram.com/p/B_38zLxA1Th/?igshid=kv3o052ishhj

https://www.instagram.com/p/B-JQOgxA_Bg/?igshid=1852gjgu35c0x

https://www.instagram.com/p/B9vdO1OA0Tw/?igshid=1mzqb6ppcxja3

অপরদিকে সোশ‍্যাল মিডিয়ায় ছড়াচ্ছেন তাঁর রূপের ছটা। শামার ইনস্টা হ‍্যান্ডেলে একবার উঁকি দিলেই বোঝা যাবে তাঁর জনপ্রিয়তার নমুনা। আর হবে নাই বা কেন! বিকিনি থেকে শুরু করে মর্ডান পোশাক বা ট্র‍্যাডিশনাল সবেতেই দুরন্ত ভাবে মানিয়ে যান শামা।

https://www.instagram.com/p/B9Lh7hUgDWO/?igshid=8ua2wdvbhcld

https://www.instagram.com/p/B9GkexgggAj/?igshid=yw46x0pjw9wj

https://www.instagram.com/p/B8DMFYNARn6/?igshid=ssb8vc8txyqp

https://www.instagram.com/p/B72WFl_gRzb/?igshid=nd9ihtrkg1zr

তবে স্বল্প পোশাকে বোল্ড অবতারেই শামার দেখা পাওয়া যায় বেশি। একের পর এক বিকিনি ছবি শেয়া্য করে পুরুষের মনে ঝড় তুলতে খুব ভালই পারেন অভিনেত্রী।

https://www.instagram.com/p/B7SLYHSAcKV/?igshid=rjy0ae32xndf

https://www.instagram.com/p/B6pJ0NUAW1q/?igshid=w6c2n505yqwb

https://www.instagram.com/p/B6hZVfAATDd/?igshid=s2aq3pa61tkq

https://www.instagram.com/p/B4IB0FOAhLW/?igshid=1kp8hll621lsa

https://www.instagram.com/p/B3bNdc3HBFn/?igshid=1gxe1dgclbhaj

প্রসঙ্গত, ২০০৩ এ ‘ইয়ে মেরি লাইফ হ‍্যায়’ ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে পা রাখেন শামা সিকন্দর। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে তাঁর জনপ্রিয়তা।

https://www.instagram.com/p/B1-g59fg560/?igshid=163qexama4qps

https://www.instagram.com/p/B0m6BKZg4DU/?igshid=1rvi6i1uferyl

https://www.instagram.com/p/BvgCBhQAmtJ/?igshid=lsrlpl3u2r12

https://www.instagram.com/p/B0ct6ACgFnp/?igshid=2mvoobvqchpj

 

২০১৬ তে ‘সেক্সহোলিক’ নামে একটি শর্ট ফিল্মে অভিনয় করেন শামা। বিক্রম ভাটের ওয়েব সিরিজ ‘মায়া’ তেও দেখা গিয়েছিল তাঁকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর