বাংলা হান্ট ডেস্ক: শ্রীলঙ্কার মতো “দুর্বল” দলের বিরুদ্ধে ০-২ ব্যবধানে হেরে যাওয়া নিউজিল্যান্ড দল (India Vs New Zealand Test Series) এবার বেঙ্গালুরুতে টিম ইন্ডিয়াকে সম্পূর্ণভাবে পরাস্ত করেছে। বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় দিনে, এম চিন্নাস্বামীর পিচে টিম ইন্ডিয়ার ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়। প্রথম ইনিংসে মাত্র ৪৬ রান করে রোহিত বাহিনী।
নিউজিল্যান্ডের (India Vs New Zealand Test Series) সামনে দিশেহারা ভারত:
এমনকি, সামগ্রিক পরিস্থিতি এতটাই খারাপ যে ভারতীয় দলের মাত্র ২ জন ব্যাটার দুই অঙ্কের রান করতে পেরেছেন। এদিকে, আর অর্ধেক দল খাতাও খুলতে পারেনি। বিরাট কোহলি থেকে শুরু করে কেএল রাহুল, সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা এবং অশ্বিনের মতো তারকারা কোনও রান পাননি। দলের মধ্যে সবথেকে বেশি রান করেন ঋষভ পন্থ (২০)।
India were bowled out for just 46 on day two of their Test vs New Zealand
Their lowest total in a home Test, only beaten by their 36 all out against Australia in Adelaide in 2020 and 42 against England at Lord’s in 1974. pic.twitter.com/4pl6xZgJTE
— Cricket on TNT Sports (@cricketontnt) October 17, 2024
টিম ইন্ডিয়ার সর্বনিম্ন স্কোর: জানিয়ে রাখি যে, দেশের মাটিতে এটাই টিম ইন্ডিয়ার সর্বনিম্ন স্কোর। এর আগে ১৯৭৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪২ রানে বিধ্বস্ত হয়েছিল ভারতীয় দল। এদিকে, টেস্ট ক্রিকেটে এটি টিম ইন্ডিয়ার তৃতীয় সর্বনিম্ন স্কোর। ২০২০ সালে, টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৬ রানে গুটিয়ে গিয়েছিল এবং এখন এই দলটি দেশের মাটিতে ৫০ রানেও পৌঁছতে পারেনি।
আরও পড়ুন: বড় খবর! বাংলাদেশ থেকে ভারতে আসা শরণার্থীরা পাবেন নাগরিকত্ব, সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট
চিন্নাস্বামীতে স্তব্ধ টিম ইন্ডিয়া: এমনিতেই চিন্নাস্বামী স্টেডিয়ামে ছক্কা ও চারের বৃষ্টি হয়। কিন্তু সেই মাঠেই চরম বিপর্যয়ের সম্মুখীন হয়েছে ভারত। খেলার দ্বিতীয় দিনে ক্যাপ্টেন রোহিত শর্মা টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। এরপর নিউজিল্যান্ডের বোলাররা দ্রুত খেলা শেষ করেন। মাত্র ২ রানে রোহিত শর্মাকে বোল্ড করে টিম ইন্ডিয়াকে প্রথম ধাক্কা দেন টিম সাউদি। এরপর বিরাট কোহলি ক্রিজে আসেন এবং তিনি খাতা না খুলেই আউট হন। এরপর সরফরাজ খানের সঙ্গেও একই ঘটনা ঘটে।
আরও পড়ুন: ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে একের পর এক চমক Jio-র! সামনে এল বিশেষ চশমা, চমকে দেবে এর ফিচার্স
একের পর এক পড়তে থাকে উইকেট: খেলার রেশ দেখে মনে হচ্ছিল যে, ঋষভ পন্থ এবং যশস্বী জয়সওয়াল ইনিংস সামলাবেন। কিন্তু নিউজিল্যান্ডের ফাস্ট বোলারদের পরিকল্পনা ছিল ভিন্ন। উইলিয়াম ও’রকে আউট করেন যশস্বী জয়সওয়ালকে। কেএল রাহুলও খাতা খুলতে পারেননি এবং ৩৩ রানে অর্ধেক উইকেট পড়ে যায়। জাদেজা এবং অশ্বিনও শূন্য রানে ফিরে যান। আর এইভাবেই নিউজিল্যান্ডের (India Vs New Zealand Test Series) বিরুদ্ধে প্রথম টেস্টে লজ্জার রেকর্ড তৈরি করে ভারত।