“আমি তো শুধু…”, খলনায়ক থেকে নায়কে পরিণত হওয়া শামি বিস্ফোরণ ঘটালেন ম্যাচের সেরা হয়ে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ফিকে হয়ে গেল বিরাট কোহলির (Virat Kohli) শতরান, ব্যর্থ হয়ে গেল ড্যারেল মিচেলের (Daryl Mitchell) শতরান, সকলকে পিছনে ফেলে দিয়ে যাবতীয় পদপ্রদীপের আলো আজ নিজের দিকে কেড়ে নিলেন মহম্মদ শামি (Md Shami)। তার অনবদ্য বোলিংয়ে ভর করে আজ রোহিত শর্মার ভারতীয় দল (Indian Cricket Team) চলতি বিশ্বকাপে (2023 ODI World Cup) প্রথমবার একটু কঠিন পরিস্থিতির মুখোমুখি পড়লেও অসাধারণ ভাবে জয় পেলো নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand)। আহমেদাবাদে ১৯ শে নভেম্বর ভারতীয় দলই যে সেমিফাইনাল খেলবেন এটা মূলত নিশ্চিত হলো শামি, শ্রেয়সদের অসাধারণ পারফরম্যান্সে ভর করে।

আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে বিরাট কোহলি (১১৭), শ্রেয়স আইয়ারদের (১০৫) শতরানে ভর করে ভারতীয় দল ৩৯৭ রানের টার্গেট রাখে। কিন্তু নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে আক্রমণ শুরু করার আগেই শামি দুই ওপেনারকে ড্রেসিংরুমে ফিরিয়ে দিয়ে পুরোপুরি ব্যাকফুটে ঠেলে দেন। এরপর প্রাণপণ চেষ্টা করে কেন উইলিয়ামসন এবং ড্যারেল মিচেল নিউজিল্যান্ডকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন। তাদের মধ্যে ১৮১ রানের একটি পার্টনারশিপ হয়। কিন্তু শামি নিজের দ্বিতীয় স্পেলে আক্রমণে আসতেই বদলে যায় পরিস্থিতি। এরপর দুই নিউজিল্যান্ড তারকাকে ড্রেসিংরুমে ফেরানোর আরও তিনটি উইকেট নিয়ে নায়ক হয়ে যান তিনি। ৩৯৭ রান তারা করতে নেমে ৩২৭ রানেই শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস।

আজকের ম্যাচের নায়ক যে শামিই তা নিয়ে কোনও সন্দেহ নেই। ম্যাচের সেরার পুরস্কারও উঠে গিয়েছে তার হাতে। কিন্তু এই শামি আজ খলনায়ক হয়ে যেতে পারতেন গোটা দেশের চোখে। বুমরার একটি ওভারে একটি সহজ সুযোগ দিয়েছিলেন মিড অনে ক্যাচ তুলে। কিন্তু শামি সেই সুযোগ হাতছাড়া করেন। সমালোচকরা নিশ্চয়ই দাঁত নখ বার করে অপেক্ষা করছিলেন তাকে সমালোচনায় ছিন্নভিন্ন করার জন্য। কিন্তু নিজের ভুল নিজেই শুধরে নেন তিনি কিউয়ি অধিনায়ককে ড্রেসিংরুমে ফিরিয়ে।

shami evil smile

আজ তিনি ভেঙে দেন অস্ট্রেলিয়ার মহাতারকা বাঁ-হাতি পেসার মিচেল স্টার্কের রেকর্ড। বিশ্বকাপে মাত্র ১৯ ম্যাচ খেলে ৫০ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি। চলতি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ এই রেকর্ড পেয়েছিলেন তিনি। তার থেকে দুই ম্যাচ কম খেলে অর্থাৎ ১৭ তম ম্যাচেই সেই রেকর্ড ভেঙে দিলেন মহম্মদ শামি। বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি বার এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড ছিল এই অস্ট্রেলিয়ান তারকার নামে। তিনবার এই কাজ করেছিলেন স্টার্ক। শামি ওডিআই বিশ্বকাপের মানুষের চতুর্থবার নিলেন এক ইনিংসে ৫ বা তার বেশি উইকেট। আর আজ ম্যাচে ৭ উইকেট নিয়ে এই বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারিদের দৌড়ে অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পাকে পেছনে ফেললেন তিনি। বিশ্বকাপে কোন ভারতীয় বোলারের এটাই শ্রেষ্ঠ পরিসংখ্যান (৭/৫৭)।

আরও পড়ুন: ঝগড়া অতীত! সচিনের রেকর্ড ভাঙার পর বিরাট কোহলিকে কোন সম্মান দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়?

ম্যাচের পর কথা বলতে এসে ম্যাচের সেরার পুরস্কার হাতে নিয়ে শামি জানান তিনি অত্যন্ত চিন্তায় ছিলেন ওই ক্যাচটি হাতছাড়া করার পরে। প্রথম ভারতীয় বোলার হিসেবে ওডিআই বিশ্বকাপে ৫০ উইকেটের মাইলফলক টপকে যাওয়া ফাস্ট বোলার জানিয়েছেন যখন তিনি দলে সুযোগ পাচ্ছিলেন না তখন ধৈর্য ধরে অপেক্ষা করছিলেন। তিনি জানতেন সুযোগ কখন না কখনো আসবেই এবং সেই সুযোগটাকে দুই হাতে জড়িয়ে ধরতে হবে। আজ তিনি ঠিক তেমনটাই করেছেন। ফাইনালেও তার কাছ থেকে এমন পারফরম্যান্স আশা করছে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর