বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গে একাধিক বিতর্ক মাঝে এবার রাজ্যপালকে আক্রমন করে বসলেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। কড়া ভাষায় রাজ্যপাল জগদীপ ধনখড়কে আক্রমণ করে তিনি এদিন বলেন, “টুইটে আর কাজ হবে না। হয় কিছু করুন, নয়তো চুপ থাকুন।” তিনি আরো বলেন, “পশ্চিমবঙ্গের মানুষ বাংলার রাজ্যপালের কাছ থেকে আর কোনো বিবৃতি শুনতে চায়না। রাজ্যপালের কোনরকম টুইট তারা দেখতে চায় না। মানুষ চায় তিনি কিছু করুন। রাজ্যপাল বারবার বলছেন যে, বাংলায় আইনের শাসন নেই, মানুষ আজ ভীত সন্ত্রস্ত এবং রাজ্য সরকারের নিয়ন্ত্রণে সরকার ঠিকমতো চলছে না। কিন্তু এগুলো শুনতে শুনতে মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। তিনি তো কিছু করতে পারেন, করছেন না।”
শমীক ভট্টাচার্য আরো জানান, “রাজ্যপাল সংবিধানের রক্ষাকর্তা। মানুষের সাংবিধানিক অধিকার রক্ষা করার কর্তব্য তাঁর। হয় তিনি রক্ষা করুন, নয়তো চুপ হয়ে যান।” শমীক ভট্টাচার্য-এর রাজ্যপালের প্রতি এই বক্তব্য বর্তমান প্রেক্ষিতে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। যেখানে রাজ্যের শাসক দল সবসময় রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করে আসে যে, তিনি বিজেপির হয়ে কথা বলেন সেখানে বিজেপি মুখপাত্রের এহেন মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
গতকাল হাঁসখালি ধর্ষণকাণ্ড ছাড়াও রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি বিষয় নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেই সকল তথ্য নিজের টুইটারে শেয়ারও করেন রাজ্যপাল। কিন্তু তার 24 ঘণ্টার মধ্যে এমন কড়া ভাষায় আক্রমণ এর পেছনে বিজেপির কোন পরিকল্পনা রয়েছে কিনা, তা ভেবে সন্দিহান সকলে।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য দলের অবস্থানের বাইরে কোন কথা বলেন না। সম্ভবত সর্বভারতীয় স্তরে কিংবা দল থেকে তাঁর কাছে এরকম কোন ইঙ্গিত এসেছে যার জন্য তিনি এদিন এলেনা মন্তব্য করেছেন। অবশ্য শমীক ভট্টাচার্য-এর মন্তব্যের পাল্টা রাজ্যপালকে কোন রকম মন্তব্য করতে দেখা যায়নি এ দিন।