ভ্যাকসিন তো আর রসগোল্লা নয়, যে যত খুশি তৈরি করবোঃ মমতার চিঠির জবাব বিজেপির

বাংলাহান্ট ডেস্কঃ গোটা দেশে মারণ ভাইরাস করোনা (Corona)  লাগামছাড়া ভাবে ঊর্ধ্বমুখী। দিনে দিনে রেকর্ড হারে মানুষ আক্রান্ত হচ্ছেন। মারণ ভাইরাসের তাণ্ডবে উদ্বেগে গোটা দেশ। এমন পরিস্থিতিতে পর্যাপ্ত টিকাকরণের  (Vaccination) অভাব নিয়ে বারবার কেন্দ্রীয় সরকারকে কাঠগোড়ায় দাঁড় করিয়ে আসছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেরপর এক চিঠি দিয়ে তিনি ‘কেন্দ্র টিকা দিচ্ছে না’ বলে সরব হয়েছেন।

সেই মত মঙ্গলবার আবারও কেন্দ্রকে চিঠি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee)। এবার সেই চিঠির জবাব দিল বিজেপি। গেরুয়া শিবিরের (BJP) মুখপাত্র শমীক ভট্টাচার্যের সাফ যুক্তি, ‘ভ্যাকসিন তো রসগোল্লা নয়’। এদিন মোদী সরকারের ভ্যাকসিন নীতি নিয়ে প্রশ্ন করাতে এভাবেই জবাব দেন বিজেপি নেতা।

তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক কাঠামোয় কেন্দ্রের নীতির সমালোচনা করে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায় দিতেই পারেন। কিন্তু ওনারও এটা বুঝতে হবে ভ্যাকসিন তো আর রসগোল্লা নয়, যে যতখুশি তৈরি করবো।’

corona vaccine 1610518125560

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভারতের মানুষের জন্য ভ্যাকসিন না ব্যবস্থা করে বিদেশে ভ্যাকসিন (Vaccine)  পাঠাচ্ছে মোদী সরকার (Modi Govt)। তারপর তিনি এও বলেন, এখন যখন পরিস্থিতি উদ্বেগজনক হচ্ছে, তখন খোলা বাজারে ভ্যাকসিন বিক্রির অনুমতি দিয়ে দায় এড়াতে চাইছে কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের এহেন মন্তব্যের জবাবে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে, বিপদের সময় বিশ্বের বিভিন্ন দেশের পাশে দাঁড়িয়েছি আমরা। এখনও গোটা বিশ্ব আমাদের দিকে তাঁকিয়ে আছে।

উল্লেখ্য, দেশে করোনার বাড়বড়ন্তের কথা মাথায় রেখে গতকালই খোলা বাজারে ভ্যাকসিন বিক্রির অনুমতি দিয়েছে কেন্দ্র। পাশাপাশি আগামী পয়লা মে থেকে ১৮ বছরের ঊর্ধে সকলের ভ্যাকসিন নিতে ছাড়পত্র দিয়েছে মোদী সরকার।


সম্পর্কিত খবর