বাংলাহান্ট ডেস্ক: বিয়ে সেরেছেন কয়েক মাস আগে। বাবাও হতে চলেছেন। কিন্তু স্ত্রী ভাগ্যে কপাল খুলল না রণবীর কাপুরের (Ranbir Kapoor)। চার বছর অপেক্ষার পর বড়পর্দায় ফিরেছিলেন তিনি। কিন্তু দর্শক টানতে ব্যর্থ হয়েছে ‘শামশেরা’ (Shamshera)। প্রথম সপ্তাহেই ফ্লপ ঘোষিত হয়ে গিয়েছে রণবীরের ছবি।
গত ২২ জুলাই মুক্তি পেয়েছে করন মালহোত্রা পরিচালিত শামশেরা। ট্রেলারটি বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। দ্বৈত চরিত্রে রণবীর এবং খলনায়ক হিসাবে সঞ্জয় দত্তের রসায়নও জমাটি হবে বলেই মনে করা হয়েছিল। সেই হিসাবে ছবির আগাম বুকিংয়ের অঙ্কটাও ছিল দেখার মতো। এমনকি বলিউডের শেষ ব্লকবাস্টার ‘ভুলভুলাইয়া ২’ এর আগাম বুকিংকেও ছাপিয়ে গিয়েছিল শামশেরা।
কিন্তু ছবিটি মুক্তির প্রথম দিনেই হতাশ করে দর্শকদের। প্রথম দিনে যতটা আশা করা হয়েছিল তার থেকে অনেক কম, মাত্র ১০.২৫ কোটি টাকা তুলেছিল শামশেরা। ষষ্ঠ দিনে আনুমানিক ২.৩০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। আর প্রথম সপ্তাহে শামশেরার বক্স অফিস কালেকশন মোট ৩৯.৭৫ কোটি।
দিন এগোনোর সঙ্গে সঙ্গে দর্শক কমছে শামশেরার। করোনা পরবর্তী সময়ে শামশেরাই দ্বিতীয় ছবি যা সবথেকে বেশি হল পেয়েছে। প্রায় ৪০০০ এরও বেশি হল পেয়েছিল রণবীরের ছবি। কিন্তু দর্শক সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমে যাওয়ায় অনেক শো বাতিল করতে হয়েছে। ফিল্ম বিশেষজ্ঞরা মনে করছেন, ৬৫-৭৫ কোটি টাকা তুলেই দৌড় শেষ করবে শামশেরা।
অথচ ছবির বাজেট প্রায় ১৫০ কোটি টাকা। সেক্ষেত্রে বিপুল পরিমাণ ক্ষতির মুখে পড়তে পারেন নির্মাতারা। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলিংয়ের মুখে পড়েছেন রণবীর সহ পরিচালক করন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পরিচালক স্বীকার করেছেন, ছবি ব্যর্থ হওয়ায় দর্শকদের ঘৃণা আর ক্ষোভ সইতে পারেননি তিনি। তাই এতদিন মুখ বন্ধ রেখেছিলেন। তবে ছবি ফ্লপ হওয়ার ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেননি রণবীর কাপুর।