বাংলাহান্ট ডেস্ক: বলিউডে (bollywood) এখনো পা রাখেননি সঞ্জয় কাপুর কন্যা শানায়া কাপুর (shanaya kapoor)। তবে তারকা সন্তানদের মধ্যে তিনি যথেষ্ট জনপ্রিয় তা আর বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার দৌলতে ব্যাপক খ্যাতি পেয়ে গিয়েছেন তিনি। শাহরুখ কন্যা সুহানা খান ও চাঙ্কি পাণ্ডে কন্যা অনন্যা পাণ্ডের সঙ্গে প্রায়ই একত্রে দেখা যায় শানায়াকে।
বলিউডে কবে ডেবিউ করবেন তা জানা না গেলেও সম্প্রতি লাইমলাইটে উঠে এসেছেন শানায়া। সৌজন্যে, তাঁর অনবদ্য বেলি ডান্স (belly dance)। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই বেলি ডান্সের ভিডিও শেয়ার করেছেন তিনি। তবে তাঁর বেলি ডান্স দেখলেই বোঝা যায় তিনি নিতান্ত আনাড়ি নন, বরং যথেষ্ট দক্ষতা রয়েছে তাঁর এই নাচে।
ভিডিওতে একটি কালো বিকিনি টপ ও ধূসর রঙের স্কার্ট পরে নাচতে দেখা গিয়েছে শানায়াকে। সঙ্গে কোমরে বেলি ডান্সের জন্য প্রয়োজনীয় সোনালি বেল্টও পরেছেন তিনি। শাকিরার জনপ্রিয় গান ‘হিস ডোন্ট লাই’ এর তালে কোমর দোলাতে দেখা যাচ্ছে শানায়াকে।
ক্যাপশনে তিনি লিখেছেন, ৬০ সেকেণ্ডের জন্য নিঃশ্বাস বন্ধ করে রেখেছিলেন তিনি। তাও নাচ তিনি উপভোগ করেছেন। সম্প্রতি বেস্ট ফ্রেন্ড সুহানার স্কার্ট ধার করেও বেলি ডান্স করতে দেখা গিয়েছিল শানায়াকে।
তারকা সন্তানদের মধ্যে অন্যতম জনপ্রিয় নাম জাহ্নবী কাপুর। তিনিও বেলি ডান্স করতে সিদ্ধহস্ত। ২০১৮ সালে প্রথম ছবি ‘ধড়ক’ এর মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। তারপর একের পর এক ছবি উপহার দিয়ে গিয়েছেন অনুরাগীদের। সিনেপ্রেমীরাও তাঁর অভিনয় দক্ষতা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল।
https://www.instagram.com/p/CLbH-xIAVGr/?igshid=11qvgljsszgvg
তবে অভিনয়ের পাশাপাশি অন্যান্য শখও রয়েছে জাহ্নবীর। তার মধ্যে অন্যতম হল নাচ। পাশ্চাত্য নাচে তাঁর দক্ষতা নিয়ে তো সন্দেহের কোনও অবকাশই নেই। কিন্তু এছাড়াও শাস্ত্রীয় নৃত্যেও যথেষ্ট দক্ষতা রয়েছে তাঁর। ছোট থেকেই নাচে প্রশিক্ষণ নিয়েছেন জাহ্নবী।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়। সেখানে বেলি ডান্স করে নেটজনতাকে মুগ্ধ করেছেন অভিনেত্রী। হিন্দি গানের তালে নাচতে দেখা গিয়েছে জাহ্নবীকে। সাদা পালাজো ও সাদা ক্রপ টপ পরে নাচছেন জাহ্নবী। ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে এই ভিডিও।