থুতু কিংবা লালা ছাড়াই কিভাবে বলের সুইং করানো সম্ভব জানিয়ে দিলেন শেন ওয়ার্ন।

করোনা পরবর্তীকালে বলের উজ্জ্বলতা বজায় রাখার জন্য বোলাররা আর থুতু কিংবা লালা দিয়ে বলে পালিশ করতে পারবেন না। এই নিয়ে ইতিমধ্যে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। অপরদিকে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই লালা কিংবা থুতু দিয়ে বলের পালিশ ব্যান করে দিয়েছে।

আসলে সব থেকে বেশি রোগ জীবাণু ছড়িয়ে পড়ে লালা এবং থুতুর মধ্যে দিয়ে। আর সেই কারণেই ক্রিকেটারদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে আইসিসির তরফে এমন চিন্তা ভাবনা করা শুরু হয়েছে। তাহলে বোলাররা বলের পালিশ উজ্জ্বল করার জন্য কোন প্রক্রিয়া অবলম্বন করবেন? ক্রিকেট বিশ্বে যখন এই প্রশ্ন ঘোরাফেরা করছে তখন অস্ট্রেলিয়ার বল প্রস্তুতকারক সংস্থা কোকাবুরা বাজারে আনতে চলেছে মোমের মলম।

33092066c9a04603a27c95228e8aa13a25b418b8d377c35aede6dd8f0a1ab81bc5bf6ae3

লালা কিংবা থুতু ব্যবহার বন্ধ করে দিলে কিভাবে বলের পালিশ বজায় রাখবে বোলাররা? এই নিয়ে যখন ক্রিকেট বিশ্বে জোর চিন্তাভাবনা চলছে, তখন প্রাপ্তন অজি স্পিনার শেন ওয়ার্ন জানিয়ে দিলেন যে, থুতু কিংবা লালা ব্যবহার না করেও কিভাবে বলের উজ্জ্বলতা বজায় রাখা সম্ভব। এইদিন তিনি বললেন টেনিস বলের মত ক্রিকেট বলেরও একটা দিক একটু ভারী করে দিলে বল সব সময় সুইং করবে। এর জন্য বলে থুতু কিংবা লালার ব্যবহার করার কোন প্রয়োজন হবে না।

Udayan Biswas

সম্পর্কিত খবর