বাংলা হান্ট ডেস্কঃ কয়েকদিন আগে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের ধারাভাষ্য করার সময় কিংবদন্তি অজি স্পিনার শেন ওয়ার্ন দাবি করেন টি-টোয়েন্টি ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তুলতে পাঁচজন বোলারকে চার ওভার করে বল না করিয়ে চারজন বোলারকে পাঁচ ওভার করে বল করার সুযোগ দেওয়া উচিত। এতে প্রত্যেক দলের প্রধান বোলাররা আরও বেশি করে বল করার সুযোগ পাবে। এরফলে ব্যাট বলের লড়াই আরও জমজমাট হবে। আর এতে টি-টোয়েন্টি ক্রিকেট আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবে গোটা বিশ্ব জুড়ে।
আর এবার এই প্রস্তাব সরাসরি সৌরভ গাঙ্গুলিকে দিয়ে বসলেন শেন ওয়ার্ন। এই মুহূর্তে বিশ্বের সবথেকে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ হল আইপিএল। এই বিষয়ে কারুও কোন সন্দেহ নেই। এই মুহূর্তে বিশ্বমঞ্চে প্রত্যেকদিন আইপিএলের জনপ্রিয়তা দ্বিগুণ গতিতে বেড়ে চলেছে। আর আইপিএলকে বিশ্বমঞ্চে আরও জনপ্রিয় করে তুলতে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে এই অভিনব প্রস্তাব দিলেন শেন ওয়ার্ন।
https://twitter.com/ShaneWarne/status/1303355557085171713?s=20
এই মুহূর্তে ভারতবর্ষে করোনা পরিস্থিতি খুবই উদ্বেগজনক। আর সেই কারণেই এবার ভারতের বদলে আইপিএলের নিরাপদ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরশাহীকে বেছে নিয়েছে বিসিসিআই। আর 9 দিন পরে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে এবারের আইপিএল। তার আগে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে এই অভিনব প্রস্তাব দিল স্পিনার শেন ওয়ার্ন।
টুইট করে শেন ওয়ার্ন লিখেছেন, “একজন বোলারকে পাঁচ ওভার বল করানো উচিত এই প্রস্তাবে দারুণ সাড়া পেয়েছি। সম্ভবত খুব তাড়াতাড়ি আইসিসিও এই নিয়ম লাঘু করতে চলেছে। তবে তার আগে আইপিএলে আমরা এটা শুরু করতে পারি।”