বাংলা হান্ট নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ-স্পিনার শেন ওয়ার্ন গতকাল মাত্র ৫২ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানিয়েছেন। তার পুরো জীবন নানাবিধ আকর্ষক গল্পে ভরা। একজন ক্রিকেটারের জীবনে যা যা অর্জন করতে পারেন, তার সবই তিনি করেছেন। তাঁর হাতের স্পিন ছিল একরকম শিল্প যা কাজে লাগিয়ে তিনি যে কোনও ব্যাটসম্যানের উইকেট তুলতে পারেন। তবে এহেন শেন ওয়ার্ন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সচিন টেন্ডুলকারকে বল করতে ভয় পেতেন
সচিন টেন্ডুলকার ও শেন ওয়ার্নের মাঠের ভিতরের লড়াই ছিল খুবই উত্তেজনাপূর্ণ। শেন ওয়ার্ন ১৯৯৮ কোকা-কোলা কাপের শেষ দুটি ম্যাচে সচিন টেন্ডুলকারের কাছে বিশ্ৰী ভাবে রান বিলিয়েছিলেন। সচিন তার ডেলিভারিগুলিকে মাঠের চারপাশে উড়িয়ে যাচ্ছিলেন। শেন ওয়ার্নের বিরুদ্ধে সচিন অনেক রান করেছিলেন। তার ব্যাটিং দেখে সবাই হতভম্ভ হয়ে গিয়েছিল। ২৪শে এপ্রিল ফাইনালে সচিন টেন্ডুলকারও শেন ওয়ার্নদের বিরুদ্ধে ১৩৪ রানের একটি ইনিংস খেলেন। শেন ওয়ার্ন ওই ইনিংসের পর ঘনিষ্ট মহলে জানিয়েছিলেন যে সচিনের ওই রূদ্রমূর্তি তিনি স্বপ্নেও একাধিকবার প্রত্যক্ষ করেছেন।
শেন ওয়ার্ন তার পুরো কেরিয়ারে অনেক দুর্দান্ত স্পেল করেছেন। তার বোলিংয়ের ব্যাখ্যা দিতে গিয়ে বিশেষজ্ঞদেরও মাথায় হাত দিয়ে বসে পড়তে হয়েছে। ১৯৯৩ সালে অ্যাশেজ সিরিজে, শেন ওয়ার্ন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান মাইক গ্যাটিংকে একটি বল করেছিলেন, যা পুরো বিশ্বকে অবাক করেছিল, যা আজ আর কোন বোলার করে দেখাতে পারেননি। তার এই বলটি অনেকটা টার্ন নিয়ে গ্যাটিংয়ের স্টাম্প ছিটকে দেয়। বলটি এতটাই অবাক করা ছিল যে বলটিকে শতাব্দীর সেরা বল আখ্যা দেওয়া হয়।
শেন ওয়ার্নও টেস্ট ক্রিকেটে ৩১৫৪ রান করেছিলেন, যা শতরান ছাড়াই কোনো ক্রিকেটারের টেস্ট ক্রিকেটে করা সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড। ওয়ার্ন টেস্ট ক্রিকেটে ১২ টি অর্ধশতক করেছিলেন এবং তার সর্বোচ্চ স্কোর ছিল ২০০১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে পার্থের মাটিতে করা ৯৯ রান। অল্পের জন্য শতরান হাতছাড়া করেছিলেন ওয়ার্ন। ওয়ান ডে-তেও তিনি ১০১৮ রান করেছেন। তিনি বিশ্বের সেই সামান্য কয়েকজন ক্রিকেটারদের মধ্যে একজন যারা টেস্ট এবং ওডিআই উভয় ফরম্যাটেই ব্যাট হাতে ১০০০-এর বেশি রান এবং বল হাতে ২০০-এর বেশি উইকেট করেছেন।