বাংলা হান্ট ডেস্কঃ অস্ট্রেলিয়ার দুর্দান্ত স্পিনার শেন ওয়ার্ন সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ৫২ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানিয়েছেন ওয়ার্ন। তবে ওয়ার্ন যাওয়ার আগে একবার ভারতের সেরা একাদশ বেছে নিয়েছিলেন। ওয়ার্ন সেই ১১ জন সেরা খেলোয়াড়কে বেছে নিয়েছিলেন, যাদের তিনি টিম ইন্ডিয়া ইন্ডিয়ার জন্য সেরা বলে মনে করেছিলেন। ওয়ার্ন তার দল বেছে নেওয়ার সময় অনেক অবাক করা সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এমএস ধোনি এবং বিরাট কোহলির মতো অভিজ্ঞদেরও দলে জায়গাই দেননি।
শেন ওয়ার্ন যখন তার সেরা একাদশ বেছে নিয়েছিলেন, তখন সারা বিশ্ব অবাক হয়েছিল। কেউ যদি ভারতের প্লেয়িং ১১ নিয়ে কথা বলে এবং তাতে বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির নাম না থাকে, তাহলে খুবই আশ্চর্যজনক। কিন্তু ওয়ার্ন এর পিছনে কারণ জানিয়ে বলেছিলেন যে, তিনি দলে ধোনি এবং কোহলির মতো কিংবদন্তিদের জায়গা দেননি কারণ তিনি সেই খেলোয়াড়দেরই নির্বাচন করেছেন যাদের বিরুদ্ধে তিনি খেলেছেন।
ভারতীয় দলের ওপেনার হিসেবে শেন ওয়ার্ন বেছে নেন ভারতের বীরেন্দ্র সেহওয়াগ ও নভজ্যোত সিং সিধুকে। ভারতের অন্যতম সেরা ওপেনার ছিলেন সেহওয়াগ। অন্যদিকে ওয়ার্ন সিধুকে বেছে নেওয়ার কারণ জানিয়ে বলেছিলেন যে তিনি সিধুকে সেরা স্পিন খেলোয়াড় বলে মনে করেন তিনি। একই সময়ে, তিন নম্বরের জন্য রাহুল দ্রাবিড়কে বেছে নিয়েছিলেন ওয়ার্ন। দ্রাবিড়কে বলা হত ভারতের প্রাচীর। টেস্ট ক্রিকেটে দ্রাবিড়ের ব্যাটে ১০ হাজারের বেশি রান রয়েছে।
পাশাপাশি মিডল অর্ডারে ওয়ার্ন বেছে নেন শচীন টেন্ডুলকারকে, যাকে বলা হয় ক্রিকেটের ঈশ্বর। এছাড়া ওয়ার্ন অভিজ্ঞ সৌরভ গাঙ্গুলীকে তার অধিনায়ক হিসেবে বেছে নেন। একই সঙ্গে মিডল অর্ডারে মোহাম্মদ আজরুদ্দিন, কপিল দেব এবং উইকেটরক্ষক হিসেবে বেছে নেওয়া হয় নয়ন মঙ্গিয়াকে। বোলিং ইউনিটে, হরভজন সিং, জাভাগাল শ্রীনাথ এবং অনিল কুম্বলেকে বেছে নেন ওয়ার্ন।
ওয়ার্নের সেরা ভারতীয় একাদশঃ
সৌরভ গাঙ্গুলি (অধিনায়ক), বীরেন্দ্র সেহওয়াগ, নভজ্যোত সিং সিধু, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, মোহাম্মদ আজহারউদ্দিন, কপিল দেব, নয়ন মঙ্গিয়া (WK), হরভজন সিং, জাভাগল শ্রীনাথ, অনিল কুম্বলে।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা