বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিরাট কোহলির টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক কে হবেন তা নিয়ে আলোচনা থামবার লক্ষণ নেই। প্রতিদিনই কোনও না কোনও তারকা এই বিষয়ে নিজের মত জানিয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার তারকা স্পিনার শেন ওয়ার্ন নিজের মতে জানিয়েছেন ভারতীয় দলের পরবর্তী টেস্ট অধিনায়ক কাকে করা উচিত?
অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিনার শেন ওয়ার্ন ভারতীয় দলের অধিনায়কত্ব বিষয়ে কথা বলতে গিয়ে মন্তব্য করেছেন যে একজন উইকেটরক্ষককে অধিনায়ক করা উচিত নয় এবং রোহিত শর্মা বা যশপ্রীত বুমরা-র মধ্যে কোনও একজনকে ভারতের পরবর্তী অধিনায়ক করা উচিত। এইমুহূর্তে টেস্ট অধিনায়কত্ব থেকে বিরাট কোহলির পদত্যাগের পর পরবর্তী অধিনায়কের দৌড়ে যাদের নাম রয়েছে তাদের মধ্যে রয়েছে উইকেটরক্ষক রিশভ পন্থের নামও রয়েছে।
একটি সাক্ষাৎকারে এই ব্যাপারে ওয়ার্ন বলেছেন, ‘আমি মনে করি না একজন উইকেটরক্ষকের অধিনায়ক হওয়া উচিত। আমি মনে করি একজন উইকেটরক্ষক একজন ভালো সহ-অধিনায়ক হতে পারেন। ভারতীয় দলের দিকে তাকালে যশপ্রীত বুমরাও ভালো অধিনায়কে পরিণত হতে পারেন বলে আশা করা যায়। তবে প্রথম পছন্দ অবশ্যই রোহিত শর্মা।’
ওয়ার্ন আরও যোগ করেছেন, ‘রোহিত সংক্ষিপ্ত ফরম্যাটে ভাল অধিনায়কত্ব করেছে, তাই দলের অধিনায়কত্বের জন্য তিনিই প্রথম পছন্দ হবেন। আমি অজিঙ্কা রাহানের নামও রাখতে চাইতাম, কিন্তু সে তার ফর্ম হারিয়েছে। ফর্মে ফিরলে দলের অধিনায়কত্ব করতে পারেন তিনি।’