বাংলা হান্ট নিউজ ডেস্ক: কানপুরে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে খেলা প্রথম টেস্ট ম্যাচটি অত্যন্ত উত্তেজনাপূর্ণভাবে শেষ হয়েছে। দুই দলই শেষ দিন পর্যন্ত দুর্দান্ত লড়াই চালালেও শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়। যদিও ম্যাচটি বলতে গেলে বেশিরভাগ সময়ই ভারতের দখলে ছিল। জয়ের জন্য শেষ আট ওভারে মাত্র একটি উইকেট দরকার ছিল। কিন্তু আজাজ প্যাটেল এবং রাচিন রবীন্দ্র শেষ ৫২ বল খেলে ভারতের জয়ের আশায় জল ঢেলে দেন।
ম্যাচের পর অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন ভারতের স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন তুলেছেন। শেষ দিনে অজিঙ্কা রাহানে নতুন বল নিতে দেরি করায় বিস্ময় প্রকাশ করেন তিনি। শেষ দিনে ৮১ তম ওভারে নতুন বল পাওয়া গিয়েছিল কিন্তু ভারত তিন ওভারের জন্য পুরানো বলে বোলিং করে এবং তারপর ৮৪ তম ওভারে নতুন বল নেয়। ভারতের সিদ্ধান্তে হতবাক ৫২ বছর বয়সী ওয়ার্ন।
ম্যাচের পরে ওয়ার্ন টুইট করেছেন, ‘খুব অবাক হয়েছি যে ভারত যখন নতুন বলটি উপলব্ধ ছিল তখন তা নিতে চায়নি!!! আশ্চর্যের বিষয় হল তারা তখনও পুরানো বল ব্যবহার করেছে যখন আলো দ্রুত কমে আসছে এবং ওভার দ্রুত শেষ হচ্ছে!!!!!! এই নিয়ে আপনাদের ধারণা?’
তিনি এখানেই থেমে থাকেননি এবং এর পর আরেকটি টুইট করে বলেন, ‘এটা ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারত। নতুন বল নিলে কিউইদের পরাজয়ের কবল থেকে বেরিয়ে আসাটা আরও কঠিন হত। তিনি আরও বলেন, “পুরোনো বলের পরিবর্তে চার ওভার নতুন বলে বল করা হলে হয়তো বড় কিছু পরিবর্তন হতে পারত এবং ভারত হয়তো জিততেও পারত,” বলেছেন তিনি।