বাংলা হান্ট ডেস্কঃ মরু দেশে বিশ্বকাপের সুদৃশ্য ট্রফি নিজেদের করায়ত্ত করতে এখন মরিয়া সমস্ত দেশ। বারংবার তৈরি হচ্ছে রণনীতি, বারংবার তা পর্যবসিত হচ্ছে ব্যর্থতাতেও। শেষ পর্যন্ত কাদের মাথায় উঠবে বিশ্বজয়ীর মুকুট, তা অবশ্য বলে দেবে সময়ই তবে শেষ চারে কারা পৌঁছাবেন তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জল্পনা। যেমন ব্রায়ান লারার মত কিংবদন্তি ক্রিকেটার ইতিমধ্যেই জানিয়েছেন ভারত সেমিফাইনালে পৌঁছাবে ঠিকই, এবারও তাদের ট্রফি জয় করার স্বপ্ন অধরাই থেকে যাবে। তেমনি আবার নিজের ভাবনা প্রকাশ করেছেন ব্র্যাড হগও। শেষ চারে তিনি ভারতকে রাখলেও রাখেননি নিজের দেশ অস্ট্রেলিয়াকেই।
এবার নিজের মতামত প্রকাশ করলেন অস্ট্রেলিয়ার আরেক কিংবদন্তি খেলোয়াড় শেন ওয়ার্ন। বড় বড় টুর্ণামেন্ট নিয়ে এর আগেও ভবিষ্যৎবাণী করতে দেখা গেছে ওয়ার্নকে এবং বেশিরভাগ সময়ই মিলে গিয়েছে এই কিংবদন্তি লেগস্পিনারের অনুমান। এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সেমিফাইনাল এবং ফাইনালের ভবিষ্যৎবাণী করে ফেললেন ওয়ার্ন।
সেমিফাইনালে কোন কোন দেশঃ
ওয়ার্নের মতে প্রথম গ্রুপ থেকে সেমিফাইনালের সবথেকে বড় দাবিদার ইংল্যান্ড। তারা গ্রুপের শীর্ষে থাকবে বলেও দাবি করেছেন তিনি। এই গ্রুপ থেকে দ্বিতীয় স্থানে ওয়ার্ন রেখেছেন নিজের দেশ অস্ট্রেলিয়াকে। জানিয়ে রাখি, এই গ্রুপ থেকে জয়ের হ্যাটট্রিক করে ইতিমধ্যেই শীর্ষস্থানে রয়েছে ইংল্যান্ড। গতকাল অস্ট্রেলিয়াকে রীতিমতো উড়িয়ে দিয়েছে তারা। ওয়ার্নের দেশ অস্ট্রেলিয়া এখন রয়েছে তৃতীয় স্থানে। অন্যদিকে দ্বিতীয় গ্রুপ থেকে পাকিস্তান এবং ভারতকে বেছে নিয়েছেন এই কিংবদন্তি লেগ স্পিনার। ভারত পাকিস্তানের বিরুদ্ধে হারলেও তার মতে সেমিফাইনালে পৌঁছাতে কোন অসুবিধা হবে না বিরাট বাহিনীর। তিনি এও জানিয়েছেন, এই গ্রুপে শীর্ষস্থানে থাকবে পাকিস্তান।
I still believe the teams that will top each group & make it through will look like this, plus semi’s & final…
1.England
2. Australia1.Pakistan
2. IndiaSemi’s
Eng V India
Aust V PakSo final will be either
India V Pak or
Aust V England @SkyCricket @FoxCricket— Shane Warne (@ShaneWarne) October 30, 2021
ফাইনালে কোন কোন দলঃ
প্রাক্তন এই অজি খেলোয়াড় শুধু যে সেমিফাইনাল নিয়ে নিজের ভবিষ্যৎ বাণী করেছেন তাই নয় ফাইনালের জন্য নিজের পছন্দের দল বেছে নিয়েছেন তিনি। তার মতে এবারের ফাইনাল হয় অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মধ্যে হবে নয়তো বা ২০০৭ সালের মতো ফের একবার ট্রফি জয়ের লড়াইয়ে নামবে পাকিস্তান এবং ভারত। যদিও একথা বলাই বাহুল্য যে ফাইনালে পৌঁছালো পুরোটাই নির্ভর করবে সেই নিদিষ্ট ম্যাচের পারফরমেন্সের উপর, কারণ এক্ষেত্রে কোনও দ্বিতীয় সুযোগ নেই কারও কাছেই।