শীঘ্রই জেগে উঠবেন স্বয়ং শনিদেব, লাভবান হবেন এই ৩ রাশি, হাতের মুঠোয় সাফল্য!

বাংলা হান্ট ডেস্ক: শনিদেব (Shani Dev)……ন্যায়ের কারক, কর্মফলের দেবতা তিনি। কথিত আছে, এই ব্রহ্মাণ্ডে আজ পর্যন্ত অন্যায় করে শনিদেবের হাত থেকে পার পাননি কেউই। যে যেমন কর্ম করে তাকে তেমনই ফল দেন বড় ঠাকুর। অনেকেই মনে করেন, গরম গ্রহের গতিবিধি মানব জীবনে কুপ্রভাব ফেলে। এই ধারণা আসলেই ভুল। কারণ অনেক সময় শনিদেবের গোচর অনেক রাশির আমূল পরিবর্তন ঘটায়। আর এবার বড় ঠাকুরের আশীর্বাদে লাভবান হবেন ৩ রাশি।

শনিদেবের (Shani Dev) কৃপায় লাভবান হবেন তিন রাশি:

জ্যোতিষ শাস্ত্র অনুসারে, শনিদেব (Shani Dev) একবার যার উপর কৃপা করেন তার জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে যায়। আর এবার সেই একই কৃপা লাভ করতে চলেছেন ৩ রাশি। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, সদ্যই শনি প্রবেশ করেছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। চলতি মাসের ২৭শে ডিসেম্বর গমন করেছেন তিনি। আর এর ফলেই বিশেষ ৩টি রাশির জীবন দারুন প্রভাব পড়তে চলেছে।

Shani Dev blessing on 3 zodiac

কারা পেতে চলেছেন শনিদেবের আশীর্বাদ:

১) মিথুন রাশি: শনিদেবের (Shani Dev) গমন মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। এই সময় বেকার যুবক-যুবতীদের চাকরি পাওয়ার যোগ রয়েছে। এমনকি যারা চাকরি বদলানোর ভাবনা চিন্তা করছেন এই সময়টি আপনাদের জন্য শুভ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় পড়ুয়ারা সফলতা পেতে পারেন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, বাবার কৃপায় আপনার সরকারি চাকরি হওয়ারও প্রবল সম্ভবনা রয়েছে। দেশ ভ্রমণের পাশাপাশি বিদেশ ভ্রমণও করতে পারবেন। এই সময় ধার্মিক কাজে মনোনিবেশ করুন তাতে মন প্রাণ ভালো থাকবে।

আরও পড়ুনঃ সুখবর! এবার কলকাতা থেকেই উড়বে নয়া রুটের International Flight! দেখুন; ভাড়া কত, সময়সূচি কী

২) মকর রাশি: শনিদেবের (Shani Dev) কৃপায় প্রবল লাভবান হবেন মকর রাশির জাতকেরা। বাজারে আটকে থাকা টাকা আপনার হাতে আসবে। বিশেষ করে ব্যবসায়ীরা এই সময় বিপুল পরিমাণ লাভ করতে পারেন। পাশাপাশি আয়ের বিভিন্ন উৎস তৈরি হবে। কর্মস্থলে সিনিয়রদের সহযোগিতায় নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন। ভালোবাসার মানুষের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। দাম্পত্য জীবনেও আসবে সুখ।

আরও পড়ুনঃ ট্রেন চাকা চড়েই ভ্রমণ, তাও আবার ২৫০ কিলোমিটার, তরুণের কাণ্ড দেখে কড়া বার্তা রেলের

৩) কুম্ভ রাশি: জ্যোতিষ শাস্ত্র অনুসারে, শনিদেবের (Shani Dev) স্থান পরিবর্তনে সবচেয়ে বেশি লাভবান হবেন কুম্ভ রাশি। আগের তুলনায় আত্মবিশ্বাস বাড়বে। নতুন সম্পত্তি কেনার যোগ রয়েছে। দীর্ঘদিনের আটকে থাকা কাজেও সফলতা পাবেন। পেশাগত কোন সমস্যা থাকলে সেই সমস্যার হবে অবসান। নতুন বিবাহিত দম্পতিদের মধ্যে ভালোবাসা বাড়বে এমনকি অবিবাহিতদের জীবনে বিয়ের প্রস্তাব আসার যোগ রয়েছে। সবমিলিয়ে এই সময়টি আপনাদের জন্য অত্যন্ত সুখকর হয়ে উঠতে চলেছে।

(প্রতিবেদনটি লেখা হয়েছে জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভর করে, এর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট)

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর