শনিদেবের কৃপায় ৪ রাশির ভাগ্য বদল, দুর্লভ রাজযোগ আপনাকে ভরিয়ে দেবে সুখের জোয়ারে!

বাংলা হান্ট ডেস্ক: জ্যোতিষ শাস্ত্র অনুসারে, গ্রহদের মধ্যে সবথেকে রাগী গ্রহ হচ্ছেন শনিদেব (Shani Dev)। এই গ্রহের গতিবিধি মানব জীবনকে অনেক সময় ভয়ংকর করে তোলে। তবে বড় ঠাকুরের সুদৃষ্টি একবার যদি কেউ পান তাহলে জীবনে সুখের অভাব হয় না, অভাব হয় না অর্থ, সম্পত্তি, প্রতিপত্তির। আর এবার শনির কৃপায় ভাগ্য খুলতে চলেছে চার চারটি রাশির। মূলত বড় ঠাকুরের গতিবিধিই রাশিদের উপর প্রভাব ফেলতে চলেছে।

নতুন বছরে শনিদেবের (Shani Dev) স্থান পরিবর্তন:

বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে, সব গ্রহদের মধ্যে শনিদেবই (Shani Dev) একমাত্র ধীরগতিতে স্থান পরিবর্তন করেন। এক একটি রাশিতে প্রায় আড়াই বছর ধরে থাকেন। ফলে পুরো রাশিচক্রে গমন করতে সময় লেগে যায় প্রায় ৩০ বছর। বর্তমানে শনিদেব (Shani Dev) নিজের মূল ত্রিকোণ রাশিতে রয়েছেন। এরফলে তৈরি হতে চলেছে শশ রাজযোগ। আগামী ২০২৫ সালের ২৯ মার্চ পর্যন্ত থাকছে এই রাজযোগ। আর এই যোগের প্রভাবে প্রভাবিত হবে চার চারটে রাশি। তালিকায় কারা কারা আছে দেখে নিন।

 

শশযোগের প্রভাবে কোন ৪ রাশির ভাগ্য খুলতে চলেছে:

১) বৃষ রাশি: শনিদেবের (Shani Dev) কৃপায় সবচেয়ে বেশি প্রভাবিত হবে বৃষ রাশির জাতক-জাতিকারা। হঠাৎই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এই সময়। এই সময় জীবনে দুঃখ-কষ্ট নিবারণ হয়ে আনন্দ খুশি ফিরে আসবে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই সময় আপনার ভাগ্যে নতুন গাড়ি, বাড়ি তৈরির সুখ রয়েছে। নিজের ক্যারিয়ারের প্রতি বিশেষ ধ্যান দিন। এই সময়ে আপনাকে নিজের ভবিষ্যৎ গড়ার জন্য বিরাট সিদ্ধান্ত নিতে হবে। তাই ভাবনা চিন্তা করেই সিদ্ধান্ত নেবেন। এই সময় ব্যয় কমে গিয়ে সঞ্চয়ের পরিমাণ বাড়বে। আয়ের নতুন উৎস তৈরি হবে।

Shani Dev blessings on 4 zodiac signs on 2025

২) তুলা রাশি: তুলা রাশি জাতকদের পঞ্চম ঘরে অবস্থান করতে চলেছে শনিদেব (Shani Dev)। এরফলে এই সময় চাকুরীজীবীদের পদোন্নতির যোগ রয়েছে। এমনকি যারা চাকরির খোঁজে রয়েছেন তাদেরও ভালো চাকরি হওয়ার যোগ রয়েছে। ছাত্র-ছাত্রীদের অধ্যবসায়ের প্রতি মনোযোগ বাড়বে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়ার বিশেষ সুযোগ রয়েছে। এছাড়াও যারা নতুন কিছু শুরু করার চিন্তা ভাবনা করছেন তারা শুরু করতে পারেন। এই সময়টি আপনাদের জন্য উপযুক্ত।

আরও পড়ুনঃ কাল থেকেই টানা বৃষ্টি দক্ষিণবঙ্গে! কতদিন নিম্নচাপের ফাঁড়া? আবহাওয়ার আগাম খবর

৩) ধনু রাশি: শশযোগের প্রভাবে প্রথমদিকে সমস্যায় পড়তে হতে পারে ধনু রাশির জাতকদের। যদিও পরবর্তীতে আপনার জীবন সুখকর হয়ে উঠবে। বিশেষ করে, কর্মক্ষেত্রে সমস্ত সমস্যার অবসান হবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ ওই সময় সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এই সময় বিদেশ ভ্রমণের যোগ রয়েছে আপনার। অবিবাহিতদের বিয়ের যোগ রয়েছে, এই সময় মনের মতো সঙ্গী পেলেও পেতে পারেন।

আরও পড়ুনঃ খাস কলকাতাতেই মৌপিয়াকে হেনস্থা! ‘নীল গাড়ি কীসের?’ জিজ্ঞেস করতেই প্রৌঢ় যা করলেন…ছিঃ ছিঃ

৪) মকর রাশি: মকর রাশির জাতক-জাতিকেরা সবচেয়ে বেশি উপকার পাবেন। শনিদেবের (Shani Dev) কৃপায় আপনার কঠোর পরিশ্রমের সঠিক ফল হাতেনাতে পাবেন। দীর্ঘ কালের মনের ইচ্ছা পূরণ হবে। পাশাপাশি, দাম্পত্য জীবনেও আগের তুলনায় সুখ আসবে। একে অপরের প্রতি বাড়বে ভালোবাসা।

(এই প্রতিবেদনটি জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভর করে লেখা হয়েছে, এর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট)

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর