বাংলাহান্ট ডেস্ক: পরিশ্রম সফল হল অভিনেতা সব্যসাচী চৌধুরীর (sabyasachi chowdhury)। টলিউডের প্রবীণ অভিনেতা শঙ্কর ঘোষালের (shankar ghoshal) আর্থিক দুরবস্থার কথা জানিয়ে সাহায্যের আবেদন জানিয়েছিলেন তিনি। আর সেই কাজে সফলও হয়েছেন সব্যসাচী। সোশ্যাল মিডিয়ায় সেই সুখবর জানিয়েছেন অভিনেতা।
‘মহাপীঠ তারাপীঠ’ সিরিয়ালে বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করেন সব্যসাচী। সেই সিরিয়ালেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে গিয়েছেন শঙ্কর ঘোষাল। নিজের ফেসবুক হ্যান্ডেলে এই সুখবর জানিয়েছেন সব্যসাচী। অনস্ক্রিনে সহ অভিনেতা শঙ্কর ঘোষালের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন।তিনি।
সব্যসাচী বলেন, শঙ্করবাবুর নিজের কাজের অভিজ্ঞতা ও অভিনয় ক্ষমতার জোরেই তিনি কাজ পেয়েছেন। সিরিয়াল কর্তৃপক্ষ তাঁকে যোগ্য মনে করেছেন বলেই কাজ দিয়েছেন। সম্পূর্ণ কৃতিত্ব কর্তৃপক্ষকেই দিয়েছেন সব্যসাচী।
প্রসঙ্গত, একসময় মহাপীঠ তারাপীঠ সিরিয়ালেই একটি ছোট্ট চরিত্রে তিনদিন কাজ করেছিলেন শঙ্কর বাবু। তারপর জি বাংলার সিরিয়াল ‘সৌদামিনীর সংসার’এ শেষ অভিনয় করেন তিনি। এরপর আর কোনো সিরিয়ালেই কাজ পাননি এক সময়ের থিয়েটার শিল্পী।
একটা সময় হাতিবাগানের মোড়ে দাঁড়িয়ে ভিক্ষা অবধি করতে হয়েছিল এই প্রবীণ অভিনেতাকে। শঙ্কর ঘোষালের দুরবস্থার কথা শুনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সব্যসাচী ও তাঁর প্রেমিকা অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। সাধ্যমতো খাবার পৌঁছে দিয়েছেন তাঁরা শঙ্কর বাবুকে।
ঐন্দ্রিলা এই মুহূর্তে ক্যানসার আক্রান্ত। কেমোথেরাপি চলছে তাঁর। প্রেমিকার কথা বলতে গিয়ে সব্যসাচী লিখেছেন, ‘ক্যান্সারে আক্রান্ত একটা মানুষ যদি কেমো চলাকালীন কাউকে সাহায্য করতে চেয়ে, আমায় জিনিসের লিস্ট বানিয়ে জোর করে টাকা হাতে ধরিয়ে দিতে পারে, আমি বিশ্বাস করি এইটুকু অনেকেই পারবে।’ অভিনেতার সাহায্যের ডাকে সাড়া দিয়েছিলেন অনেকেই। জি বাংলার ‘রান্নাঘর’এও অতিথি হিসাবে এসেছিলেন শঙ্কর ঘোষাল।