বাংলা হান্ট ডেস্ক: লোকসভা নির্বাচনের ফল (Lok Sabha Election 2024 Results) প্রকাশ্যে আসার পর বিজেপির (BJP) ভরাডুবির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই (Narendra Modi) দুষছেন পুরীর শঙ্করাচার্য (Shankaracharya) স্বামী নিশ্চলানন্দ সরস্বতী। প্রসঙ্গত চলতি বছরের শুরুতেই ২২ জানুয়ারি গোটা দেশজুড়ে ধুমধাম করে অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল রামলালার। কিন্তু রাম মন্দির উদ্বোধন যে এবারের লোকসভা নির্বাচনে কোন প্রভাব ফেলতে পারিনি সেকথা স্পষ্ট অযোধ্যয় বিজেপির ভরাডুবিতে।
সেকথা উল্লেখ করেই অযোধ্য কেন্দ্রে বিজেপির হার নিয়ে সরব হয়েছিলেন পুরীর শংকরাচার্য। চার জুন ভোটের ফল প্রকাশের পর দেখা গিয়েছে অযোধ্যার ফৈজাবাদ কেন্দ্র থেকে পরাজিত হয়েছে বিজেপি। তারপরেই রাম মন্দির উদ্বোধনের প্রসঙ্গ টেনে এনে বুধবার বোলপুর থেকেই শঙ্করাচার্য বলেছেন, ‘অযোধ্যার মানুষ বিজেপি প্রার্থীকে পরাজিত করে জবাব দিয়েছেন’।
সেই সাথে তিনি তিনি প্রশ্ন তুলেছেন, ‘রাম মন্দির উদ্বোধনের যদি ভালো প্রভাব পড়তো তাহলে বিজেপি অযোধ্যায় জিততো তাই না?’ তাই এদিন শংকরাচার্য দাবি করেছেন অযোধ্যা বাসির মনে আলাদা করে কোন প্রভাব ফেলতে পারিনি রাম মন্দির উদ্বোধন। প্রসঙ্গত ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করার সময় বেশ ধুমধাম করে প্রাণ প্রতিষ্ঠা উৎসবে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন: জিতেও শান্তিতে নেই রচনার! আক্ষেপের সুর দিদি নাম্বার ওয়ানের গলায়
তাই সেই প্রসঙ্গ টেনেই শংকরাচার্যের কটাক্ষ,’প্রধানমন্ত্রী ব্রাহ্মণও যদি হতেন, তা হলেও রাজনেতা হওয়ার কারণে তাঁর রামমন্দির উদ্বোধন করা ঠিক হত না’। সেই সাথে তিনি জানিয়েছেন, ‘লৌকিক আচার না মানলে গণতন্ত্র থাকে না’। ভোটের ফলাফলেই তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন অযোধ্যাবাসি। এর আগেও রাম মন্দির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছিলেন শঙ্করাচার্য।
রাষ্ট্রোৎকর্ষ সম্মেলন তথা দীক্ষা গ্রহণ উৎসব উপলক্ষে বুধবার বোলপুর এসেছেন শঙ্করাচার্য ও তাঁর শিষ্যরা। সেখানেই শংকরাচার্যের বোলপুর শান্তিনিকেতন সংলগ্ন একটি হোটেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সতর্ক করে শংকরাচার্যের হুঁশিয়ারি, ‘মোদীজি কংগ্রেসকে দুর্বল মনে করতেন এই নির্বাচনের আগে। আর মনে করবেন না। এই পশ্চিমবঙ্গে জ্যোতি বসু আমার সঙ্গে টক্কর নিয়েছিলেন। শেষ হয়ে গিয়েছেন। লালুপ্রসাদ যাদব টক্কর নিয়েছিলেন, মুলায়ম সিংহ যাদব টক্কর নিয়েছিলেন। শেষ হয়ে গিয়েছেন। মোদীজিরও উচিত আমার সঙ্গে টক্কর না নেওয়া।’