“আমার সাথে টক্কর নিলেই….”, ফলাফলের পরেই রামমন্দির নিয়ে মোদীর বিরুদ্ধে গর্জন শঙ্করাচার্যের

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই লোকসভা নির্বাচনের ফলাফল সামনে এসেছে। যেখানে কাঙ্ক্ষিত ফলাফল করতে পারেনি বিজেপি। ঠিক এই আবহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) উদ্দেশ্যে তোপ দাগলেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী। তিনি জানিয়েছেন, “আমার সাথে যারা টক্কর নিয়েছে তারা শেষ হয়ে গিয়েছে। মোদীজীর উচিত আমার সাথে টক্কর না নেওয়া।” এর পাশাপাশি যোগী আদিত্যনাথের উদ্দেশ্যেও তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে, পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী ৩ দিনের কর্মসূচিতে বোলপুরে এসেছেন। মূলত, দীক্ষা দেওয়া থেকে শুরু করে প্রবচন এবং পূজার্চনার কর্মসূচি রয়েছে তাঁর। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, পুরীর এই শঙ্করাচার্য উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে যোগ দেননি। সেই সময় তিনি বিরোধিতা করে জানিয়েছিলেন যে, সঠিক বিধি মেনে রাম মন্দিরের উদ্বোধন করা হয়নি।

Shankaracharya's roar against Narendra Modi on Ram Mandir.

এমতাবস্থায়, এবার তিনি জানালেন, “প্রধানমন্ত্রী ব্রাহ্মণ হলেও তাঁর রাম মন্দির উদ্বোধন করা উচিত হয়নি।” এর পাশাপাশি অয্যোধ্যাবাসী বিজেপিকে সঠিক জবাব দিয়েছে বলেও মনে করেছেন তিনি। এদিকে, রাম মন্দিরের স্থল অর্থাৎ অযধ্যাতেই বিজেপির হারের প্রসঙ্গে শঙ্করাচার্য জানান, “বিজেপির প্রার্থীকে পরাজিত করার মাধ্যমে অযোধ্যার মানুষ সঠিক জবাব প্রদান করেছে। রাম মন্দির উদ্বোধনের ফলে যদি ইতিবাচক প্রভাব পড়ত তাহলে বিজেপি অযোধ্যায় নিশ্চয়ই জিতত। কিন্তু অযোধ্যাবাসী যে এই বিষয়টির পরিপ্রেক্ষিতে সহমত নয় তা কার্যত বুঝিয়ে দিল।”

আরও পড়ুন: বিশ্বকাপে দ্বিতীয় স্থানে থাকলেও রোহিতরাই হবেন “প্রথম”! ICC-র নিয়মে ভারতই হল “ফার্স্ট বয়”

তিনি বলেন, “অলৌকিক আচার না মানা হলে সেক্ষেত্রে গণতন্ত্র থাকে না। প্রধানমন্ত্রী ব্রাহ্মণ হলেও রাজনেতা হওয়ার কারণে রাম মন্দির উদ্বোধন করা তাঁর ঠিক হয়নি।” পুরীর শঙ্করাচার্য আরও জানিয়েছেন যে, “সরকার মনে করেছিল যে যদি কংগ্রেসের শাসন হয় সেক্ষেত্রে রাম মন্দির সরিয়ে দেওয়া হতে পারে। আর এটা ভেবেই দ্রুত উদ্বোধন করা হয় রাম মন্দিরের। এই নির্বাচনের আগে মোদীজী কংগ্রেসকে দুর্বল মনে করতেন। কিন্তু এবারে তা আর মনে করবেন না।”

আরও পড়ুন: রয়েছে জেলে! খালিস্তানি সমর্থক অমৃতপালের নির্বাচনে জয়ের পর গ্রামে শুরু অখন্ড পাঠ

এর পাশাপাশি শঙ্করাচার্য অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বের প্রসঙ্গ টেনে জানান, “এই রাজ্যেই আমার সাথে টক্কর নিয়ে জ্যোতি বসু শেষ হয়ে গিয়েছিলেন। লালু প্রসাদ যাদব এবং মুলায়ম সিং যাদবও টক্কর নিয়ে শেষ হয়ে গিয়েছেন।” এদিকে, মোদীর উদ্দেশ্যে তিনি জানিয়েছেন, “মোদীজীর উচিত আমার সাথে টক্কর না নেওয়া। যোগীজী আমাকে ছোট করার জন্য একজন আতঙ্কবাদীকে শঙ্করাচার্য বানিয়ে ঘুরিয়েছিলেন। কিন্তু, একটা কথা আছে ‘মুঝসে জো টকরায়েঙ্গে চুর চুর হো জায়েঙ্গে।'”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর