প্রথম বাঙালি হিসাবে কোচিংয়ের প্রো লাইসেন্স! বড় অর্জন প্রাক্তন মোহনবাগান কোচ শঙ্করলালের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এর আগে কোনও বাঙালি ফুটবল কোচের কোচিংয়ের প্রো লাইসেন্স ছিল না। কিন্তু অবশেষে সেই খরা কাটালেন প্রাক্তন মোহনবাগান কোচ শঙ্করলাল চক্রবর্তী (Shankarlal Chakraborty)। ২০১৫ সালে মোহনবাগানের (Mohun Bagan) আই লিগ চ্যাম্পিয়ন হওয়া দলটির সঙ্গে তিনি যুক্ত ছিলেন সহকারী কোচ হিসেবে। এরপর একাধিক জায়গায় কোচিং করিয়ে বর্তমানে দিল্লির সুদেবা এফসি-তে থাকার সময় তিনি এই কৃতিত্ব অর্জন করলেন।

তার ফুটবলার জীবন শেষ হয়েছিল ডার্বির দ্বন্দ্বে। ইস্টবেঙ্গলের হয়ে খেলার সময় মোহনবাগানের তারকা বিদেশী ফুটবলার চিমা, তার পায়ের ওপর দিয়ে দৌড়ে যান। গুরুতর চোট পান এবং সেই সময় চিকিৎসা বিজ্ঞান অতটা উন্নতি না হওয়ায় তার কেরিয়ার পুরোপুরি শেষ হয়ে যায়। তারপর ধীরে ধীরে কোচিং জগতে প্রবেশ করে আবার ফুটবলে ফেরত আসেন শঙ্করলাল।

Shankarlal

এবার প্রো লাইসেন্স হয়ে যাবে আর আইএসএলে কোচিং করাতে বাধা থাকছে না তার। যদিও তিনি আইএসএলে কোচিং করাতে পারবেন কিনা সেই নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন রয়েছে। এই মুহূর্তে তার দল সুদেবা আই লিগে অবনমন বাঁচানোর জন্য লড়ছে। এমন অবস্থায় পরের মরশুমে তাকে আইএসএলের কোন দলের সঙ্গে যুক্ত হতে দেখা যাবে কিনা তা নিয়ে বড়সড় সন্দেহ থেকে যায়।

এর আগে ভারতীয় ফুটবলে অনেকেই প্রো লাইসেন্স পেয়েছেন কিন্তু আশ্চর্যের ব্যাপার বাঙালি কেউ ছিলেন না তাদের মধ্যে। ইস্টবেঙ্গলের এই মুহূর্তে সরকারি কোচ বিনা জর্জ বা ইস্টবেঙ্গল, নর্থইস্টে কোচিং করানো খালিদ জামিলরা এই যোগ্যতা অর্জন করতে পেরেছিলেন। সেই হিসেবে শঙ্করলালের এই লাইসেন্স পাওয়া অত্যন্ত গর্বের বিষয়ে বাঙালি ফুটবলপ্রেমীদের কাছে।

গত ১১ বছর ধরে কোচিং করাচ্ছেন শঙ্করলাল। বাংলার এক ফুটবল সংস্থার সহকারী কোচ হিসেবে যাত্রা শুরু হয়েছিল তার। এরপর সঞ্জয় সেন মোহনবাগানের দায়িত্ব নিলেন তিনি শঙ্করলালকে নিজের সহকারি কোচ হিসেবে নিযুক্ত করেন। পরবর্তীতে তিনি মোহনবাগানের প্রধান কোচ হিসাবে কলকাতা লিগও জিতেছেন।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর