বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েক বছর ধরে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় তোলপাড় হয়েছে বঙ্গ রাজনীতি। তদন্ত শুরু হতেই কেঁচো খুঁড়তে কেউটের মত হাতে এসেছে একাধিক চাঞ্চল্যকর নথিপত্র। টাকার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন রাজ্যের একাধিক প্রভাবশালী নেতা-মন্ত্রী। এখনও জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জেলে গিয়েছেন শাসকদল ঘনিষ্ঠ একাধিক হেভিয়েটরাও। তাদের মধ্যে অনেকে জামিন পেয়েছেন ইতিমধ্যেই। এবার রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় (Shantanu Banerjee)। আজ তার জামিন মঞ্জুর করেছে সিবিআই এর বিশেষ আদালত।
নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) জামিন পেলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়
নিয়োগ (Recruitment Scam) মামলায় জামিন পেলেও এখনই জেলমুক্তি হচ্ছে না শান্তনুর। জানা যাচ্ছে, জামিনের সাথেই আদালতের তরফে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। প্রসঙ্গত সিবিআই তদন্তে দুর্নীতির অন্যতম কারিগর হিসাবে উঠে আসে শান্তনুর নাম। সিবিআই চার্জশিটেও উল্লেখ করেছিল এই বিষয়টি। আদালত সূত্রে খবর, এখনও পর্যন্ত বিচার প্রক্রিয়া শুরু না হওয়ায়, জামিন পাওয়ার ক্ষেত্রে সেটাকেই ‘গ্রাউন্ড’ হিসাবে দেখিয়েছেন শান্তনু। এই কারণেই আজ শান্তনুর জামিন মঞ্জুর করে দিয়েছে আদালত।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় বিপাকে ‘এই’ BJP নেতা! সমন পাঠানোর নির্দেশ দিল আদালত, তোলপাড়
প্রসঙ্গত ইতিপূর্বে প্রাথমিক নিয়োগে দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) ইডির মামলা থেকেও জামিন পেয়েছিলেন শান্তনু। তাই এবার জেলমুক্তি হতে চলেছে তার। জানা যাচ্ছে,এই নিয়ে মোট ছ’জন অভিযুক্ত প্রাথমিক নিয়োগ মামলায় জামিন পেলেন। কদিন আগেই এই মামলায় অসুস্থতার কারণ দেখিয়ে শর্তসাপেক্ষ অন্তর্বর্তী জামিন পেয়েছেন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র।
উল্লেখ্য প্রাথমিক নিয়োগ মামলায় নাম জড়ানোর পর ২০২৩ সালে ইডির হাতে গ্রেপ্তার হয়েছিল শান্তনু। পরে এই মামলায় সিবিআইও তাকে হেফাজতে নেয়। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোর পর দল থেকেও তাকে বহিষ্কার করা হয়। সূত্রের খবর কালীঘাটের ‘কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের বিতর্কিত অডিয়ো রেকর্ডিং-এও শান্তনুর গলা শোনা গিয়েছিল। উল্লেখ্য অডিয়োর সঙ্গে মেলানোর জন্য শান্তনুর কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করেছিল সিবিআই। জানা যাচ্ছে ইতিমধ্যেই সেই নমুনা পরীক্ষার জন্যও পাঠানো হয়েছে।