বাংলা হান্ট ডেস্ক :সোমবার দেশের শীর্ষ আদালতের 47 তম প্রধান বিচারপতির দায়িত্ব নিলেন শরদ অরবিন্দ বোবদে। এদিন রাষ্ট্রপতি ভবনে রামনাথ কোবিন্দের উপস্থিতিতে প্রধান বিচারপতির শপথ বাক্য পাঠ করে, পদের দায়িত্ব নেন শরদ। আগামী দেড় বছর অর্থাত্ 2021 সালের 23 এপ্রিল অবধি ক্ষমতায় থাকবেন তিনি। এদিন রাষ্ট্রপতি ছাড়াও শরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী রামনাথ কোবিন্দ, ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
গত সপ্তাহের শুক্রবার 15 তারিখ সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের কার্যকালের মেয়াদ শেষ হয়। মেয়াদ শেষ হওয়ার আগেই কেন্দ্রের কাছে অযোধ্যা মামলার পাঁচ সাংগঠনিক বেঞ্চের অন্যতম সদস্য শরদের নাম পরবর্তী প্রধান বিচারপতির দায়িত্বের জন্য নাম প্রস্তাব করেছিলেন গগৈ।
Sharad Arvind Bobde sworn-in as 47th Chief Justice of India
Read @ANI Story | https://t.co/0NOGoon4Ey pic.twitter.com/GOR9lc5iNP
— ANI Digital (@ani_digital) November 18, 2019
উল্লেখ্য, এর আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্বি সামলেছেন তিনি। 2013 সালে সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত হওয়ার পর তিনি অযোধ্যা মামলা সহ একাধিক মামলায় সংগঠিতকমিটিতে নিয়জিত হয়েছিলেন। অবেশেষে সুপ্রিম কোর্টের দ্বিতীয় বরিষ্ঠ প্রধান বিচারপতি হলেন তিনি। বোম্বে হাইকোর্টের বিচারক থেকে মধ্যপ্রদেশের হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। বর্তমানে মহারাষ্ট্র ন্যাশানাল ল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে রয়েছেন তিনি।
একই সঙ্গে এ দিন আরও একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটতে চলেছে সুপ্রিম কোর্টের ইতিহাসে আর তা হল প্রবীণতম পাঁচ বিচারপতির মধ্যেই আসছেন অন্যতম মহিলা বিচারপতি আর ভানুমতী।দিল্লির নির্ভয়া গণধর্ষণ কাণ্ডের অন্যতম অপরাধীদের ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল যে বেঞ্চ থেকে সেই বেঞ্চের অন্যতম সদস্য ছিলেন আর ভানুমতী। কলেজিয়ামের নতুন মহিলা সদস্য হচ্ছেন তিনি। 13 বছর পর অর্থাত্ রুমা পালের পর মহিলা সদস্য বিচারপতি হচ্ছেন ভানুমতি।