বাংলাহান্ট ডেস্কঃ কৃষক আন্দোলনের বিরুদ্ধে গিয়ে কেন্দ্রের সমর্থন করায় সচিন তেন্ডুলকরের (sachin tendulkar) সমালোচনা করলেন শরদ পওয়ার (sharad pawar)। প্রাক্তন ভারতীয় ক্রিকেটের বিরুদ্ধে সরব হলেন প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট। কড়া ভাষায় বুঝিয়ে দিলেন, ‘ক্রিকেট ব্যতীত অন্য বিষয়ে মতামত দেওয়ার সময় সতর্ক হতে হবে’।
সম্প্রতি দিনে কেন্দ্র সরকারের প্রস্তাবিত কৃষি বিল প্রত্যাহারের দাবিতে সরব হয়েছে কৃষকরা। প্রায় ৩ মাস ধরে চলছে এই কৃষক আন্দোলন। এই পরিস্থিতি দেশের ভেতরকার নাগরিকদের পাশাপাশি অনেক বিদেশীও এই বিষয়ে মন্তব্য দিতে শুরু করেছেন।
ভারত সরকারের কিরুদ্ধাচারণ করে কৃষকদের সমর্থনে সওয়াল করেছেন রিহানা, গ্রেটা থুনবার্গরা। কিন্তু তাদের করা ট্যুইটের পাল্টা জবাব দিয়ে ভারতের বিদেশ মন্ত্রক স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, ‘ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের প্রোপাগান্ডা মূলক উস্কানি কোনভাবেই সহ্য করা হবে না। দেশের আভ্যন্তরীণ বিষয়ে শুধুমাত্র দেশের মানুষেরাই মন্তব্য করতে পারবেন। কারণ, তারাই দেশের ভালোটা বুঝবেন’।
ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে পেশ করা এই ট্যুইটের সঙ্গে সহমত হয়ে নিজের স্যশাল মিডিয়ায় পোস্ট করেন ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকর। তিনি ‘ঐক্যবদ্ধ ভারত’ প্রসঙ্গে ট্যুইট করেন গত মঙ্গলবার। কিন্তু তারপর থেকেই বিরোধীদের মধ্যে সচিনের বিরুদ্ধে বিদ্বেষ জন্মায়।
বিভিন্ন জায়গায় সচিনের ছবিতে কালি মাখিয়েও বিক্ষোভ দেখানো হয়। এবার সরাসরি সচিন তেন্ডুলকরের সমালোচনায় মাঠে নামলেন এনসিপি প্রধান শরদ পওয়ার। সচিনকে কড়া ভাষায় হুশিয়ারি দিয়ে বললেন, ‘ক্রিকেট ব্যতীত অন্য বিষয়ে মতামত দেওয়ার সময় সতর্ক হোন’।