মোদীকে চিঠি লিখলেন শরদ পওয়ার, বললেন দয়া করে বাঁচিয়ে নিন এই সেক্টরটি

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের সংকটের মধ্যে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (NCP) প্রধান শরদ পওয়ার (Sharad Pawar) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) এক চিঠি লিখলেন। চিঠির বিষয় ছিল, একটি নির্দিষ্ট খাতকে বাঁচিয়ে তোলার আর্জি।

লকডাউনের মধ্যে বন্ধ রয়েছে দেশের বেশিরভাগ কর্মস্থল। সামাজিক দূরত্ব বজায় রেখে কিছু কিছু ক্ষেত্রে ৫০ শতাংশ কর্মী নিয়ে শুরু হয়েছে কাজও। কিন্তু এই পরিস্থিতিতে মহারাষ্ট্রের রিয়েল এস্টেট সেক্টর ক্রমশ মুখ থুবড়ে পড়ছে।

সংকটে মহারাষ্ট্রের রিয়েল এস্টেট সেক্টর
মহারাষ্ট্রের রিয়েল এস্টেট সেক্টরের অবনতিশীল পরিস্থিতির উন্নতির দাবীতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন শরদ পওয়ার। করোনা ভাইরাসের জেরে দেশবাসীর সুরক্ষার্থে জারী হওয়া লকডাউনের মধ্যে বন্ধ রয়েছে দেশের বেশিরভাগ প্রতিষ্ঠান। এই বিগত তিন মাস সময়ের মধ্যে শ্রমিকরাও পড়েছেন বিপাকে। কর্মহীন হয়ে পড়ায় বহু পরিযায়ী শ্রমিকের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার সাক্ষীও থেকেছে দেশবাসী।

চিঠির বিষয়বস্তু
বর্তমানে শ্রমিকদের ঘাটতি, বিক্রয়হীন ও কাজের নিষেধাজ্ঞার কারণে ক্রমশ ভয়াবহ ক্ষতির দিকে এগোচ্ছে মহারাষ্ট্রের রিয়েল এস্টেট সেক্টর। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদীকে অবিলম্বে রিয়েল এস্টেটের দুর্দশার বিষয়ে সচেতন করে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়ে শরদ পাওয়ার সাহায্য চেয়ে এক চিঠি লেখেন। চিঠির বিশয়বস্তু, ‘আমি আপনাকে অনুরোধ করছি মহারাষ্ট্রের রিয়েল এস্টেটের বিষয়টি ব্যক্তিগতভাবে দেখার জন্য এবং অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ দিকটির পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুণ’।

আগেও শারদ পাওয়ার মহারাষ্ট্রের কৃষকদের দুরবস্থার বিষয়ে সাহায্য প্রার্থী হয়ে প্রধানমন্ত্রী মোদীকে একটি চিঠি লিখেছিলেন। তবে বর্তমানে শরদ পাওয়ার ছাড়াও, রিয়েল এস্টেট ডেভেলপারস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এক চিঠি মারফত রিয়েল এস্টেটের বিষয়ে প্রধানমন্ত্রীর সমর্থন এবং অবিলম্বে হস্তক্ষেপের জন্য আবেদন জানিয়েছেন।

X