‘মুখ্যমন্ত্রী পদ না মেলায় খুশি হননি ফড়ণবিশ’, বিস্ফোরক মন্তব্য করে বসলেন শরদ পাওয়ার

বাংলা হান্ট ডেস্কঃ বিগত বেশ কয়েকদিন ধরে বহু রাজনৈতিক টালবাহানার পর অবশেষে গতকাল মহারাষ্ট্রে সকল জল্পনার অবসান ঘটেছে। উদ্ধব ঠাকরের ইস্তফার পর গতকাল বাণিজ্য নগরীর মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন একনাথ শিন্ডে এবং প্রথমে অসম্মতি প্রকাশ করলেও পরে কেন্দ্রীয় নেতৃত্বের অনুরোধে উপমুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবিশ। তবে মুখ্যমন্ত্রীর পদ হাতছাড়া হওয়ায় যে তিনি খুশি নন, সেই প্রসঙ্গে এবার মত প্রকাশ করলেন শিবসেনার জোট সঙ্গী তথা এনসিপি প্রধান শরদ পাওয়ার। তাঁর দাবি, “উপমুখ্যামন্ত্রীর পদে নিযুক্ত হওয়ার ফলে দেবেন্দ্র খুব একটা খুশি নন।” কিন্তু কেন এহেন মন্তব্য করলেন এনসিপি প্রধান?

সাংবাদিক সম্মেলনে শরদ পাওয়ার বলেন, “আমার মনে হয়, ফড়ণবিশ উপমুখ্যমন্ত্রী পদটি খুশি হয়ে গ্রহণ করেননি। এক্ষেত্রে শপথ নেওয়ার সময় মুখের অভিব্যক্তি তাঁর মনের ভেতরকার পরিস্থিতি ব্যক্ত করে। আসলে তিনি ‘স্বেচ্ছাসেবক’ হিসেবে কাজ করে গিয়েছেন, ফলে উপর থেকে আসা আদেশকে মানতেই হত।”

শিবসেনার বিদ্রোহী নেতা তথা বর্তমানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সম্পর্কে এদিন শরদ পাওয়ার বলেন, “শিবসেনার বিরুদ্ধে বিদ্রোহ করে শিন্ডে। তবে এক্ষেত্রে তিনি কিংবা তাঁর সঙ্গে যাওয়া বিধায়করা কখনোই আশা করতে পারেননি যে, তাদের নেতাকে মুখ্যমন্ত্রী পদে বসানো হতে পারে। এক্ষেত্রে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেওয়ার পরেই শিন্ডেকে মুখ্যমন্ত্রী করা হয়। তবে আমার মনে হয়, ও এ সম্পর্কে কখনোই আশা করতে পারেনি। তবে এসব কিছুই কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী হয়েছে আর সেই কারণে খুশি না হলেও ফড়ণবিশকে উপ মুখ্যমন্ত্রীর পদে শপথ নিতে হয়।”

B1 1

এছাড়াও সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির প্রসঙ্গ উঠে আসে এনসিপি প্রধানের গলায়। তিনি বলেন, “কেন্দ্রীয় সংস্থাগুলিকে কেন্দ্র সরকার অপব্যবহার করে চলেছে। আমার কাছে ২০০৪, ২০০৯ এবং ২০১৪ সালে আয়কর দপ্তর থেকে চিঠি পর্যন্ত আসে।”


Sayan Das

সম্পর্কিত খবর