যা গোটা কেরিয়ারে করতে পারেননি শামি-বুমরা, সেই রেকর্ডই আজ গড়ে দেখালেন শার্দূল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারত-দক্ষিণ আফ্রিকা মধ্যে তিন টেস্টের সিরিজের দ্বিতীয় ম্যাচটি চলছে জোহানেসবার্গে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং করেছেন ভারতীয় বোলাররা। ভারতের তারকা বোলার শার্দুল ঠাকুর দুর্দান্ত বোলিং করে প্রোটিয়া ব্যাটিং লাইন-আপ ধসিয়ে দেন। তার বল খেলতে সমস্যায় পড়েছেন সকল ভারতীয় পেসার। মোট ৭ টি উইকেট নিয়ে গড়েছেন একাধিক রেকর্ড।

ভারতের প্রথম ইনিংসের রানের চেয়ে ২৭ রান বেশি করে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকার পুরো দল। যদিও একসময় মাত্র ১ উইকেট হারিয়ে ১০০ রান তুলে ফেলেছিলেন প্রোটিয়ারা। ম্যাচে অসাধারণ বোলিং করে ১৭ ওভারে ৬১ রান দিয়ে ৭টি উইকেট নেন শার্দুল। তার সাথে ২ ও ১ টি করে উইকেট পেয়েছেন যথাক্রমে শামি এবং বুমরা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সবচেয়ে কম রান খরচ করে ৭ উইকেট নেওয়া বোলার হয়েছেন শার্দুল ঠাকুর। শার্দুলের আগে নাগপুরে আফ্রিকান দলের বিরুদ্ধে ৬৬ রানে ৭ উইকেট নিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন যা ছিল একটি রেকর্ড। শার্দুল ঠাকুর এখন ঘরের মাঠ এবং দক্ষিণ আফ্রিকার মাটি মিলিয়ে সেরা পারফর্ম করা ভারতীয় বোলার হয়ে উঠেছেন। একবিংশ শতাব্দীতে, তিনি দক্ষিণ আফ্রিকার মাটিতে একজন বিদেশি বোলারের সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েছেন।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে রাহুল এবং ময়ঙ্ক-কে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। কিন্তু দিনের শেষে পূজারা এবং রাহানে প্রতিরোধ গড়ে তোলে। ভারতের দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসের স্কোর ২ উইকেট হারিয়ে ৮৫। পূজারা ৩৫ এবং রাহানে ১১ রানে অপরাজিত রয়েছেন। কাল বড় পরীক্ষা তাদের সামনেও।

pujara rahane

দক্ষিণ আফ্রিকায় ভারতের হয়ে টেস্টে সেরা ৫
বোলিং পারফরম্যান্স-
৭/৬১- শার্দুল ঠাকুর- জোহানেসবার্গ- ২০২১/২২
৭/১২০- হরভজন সিং- কেপ টাউন- ২০১০/১১
৬/৫৩- অনিল কুম্বলে- জোহানেসবার্গ- ১৯৯২/৯৩
৬/৭৬- জাভাগাল শ্রীনাথ- পোর্ট এলিজাবেথ- ২০০১/০২
৬/১৩৮- রবীন্দ্র জাদেজা- ডারবান- ২০১৩/১৪

Reetabrata Deb

সম্পর্কিত খবর