বাংলা হান্ট নিউজ ডেস্ক: মঙ্গলবার জোহানেসবার্গে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে চায়ের সময় প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে সাত উইকেটে ১৯১ রানে আটকেছিল ভারত। তারপর ২২৯ রানে তাদের অলআউট করে দিয়েছেন ভারতীয় বোলাররা। ভারতের হয়ে সবচেয়ে ভালো বোলিং শার্দুল ঠাকুরের। এদিন লাঞ্চের আগেই ৫ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ভাঙতে শুরু করেন তিনি।
প্রথম দিনের শেষে এক উইকেট হারিয়ে ৩৫ রানে করেছিল দক্ষিণ আফ্রিকা। সেই একমাত্রটি উইকেটটি নিয়েছিলেন মহম্মদ শামি। আজ ২৮ রানে অধিনায়ক ডিন এলগারকে ফিরিয়ে প্রোটিয়া শিবিরে প্রথম ধাক্কা দেন শার্দূল। তার আগেই পিটারসেনের সাথে ৫৩ রান যোগ করে দিয়েছিলেন এলগার।
বাকি সময় চলে শুধুমাত্র শার্দূল ম্যাজিক। মোট ১৭ ওভারে ৬১ রান দিয়ে ৭ উইকেট নেন শার্দূল। এছাড়া ২ টি উইকেট নিয়েছেন মহম্মদ শামি। একটি উইকেট পেয়েছেন বুমরা। আশ্চর্যজনকভাবে কোনও উইকেট পাননি সিরাজ।
দক্ষিণ আফ্রিকার হয়ে অর্ধশতরান করেছেন তেম্বা বাভূমা এবং কিগান পিটারসেন। ২১ রান করে করেছেন কাইল ভেরিনি, মার্কো জেন্সন এবং কেশব মহারাজ। ২৭ রানের লিড পেয়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পড়েছে ভারত। প্রতিবেদনটি লেখার সময় তাদের স্কোর বিনা উইকেটে ১১।