সবাইকে চমকে দিয়ে মুকেশ আম্বানি দেখালেন আসল “পাওয়ার”, আয় করলেন ৫৩,৫৬২.৯২ কোটি

বাংলা হান্ট ডেস্ক: সামগ্রিকভাবে চলতি বছরটি ভারতীয় শেয়ার বাজারের (Share Market) জন্য খুব একটা খারাপ ভাবে অতিবাহিত হয়নি। পাশাপাশি, একাধিক বিশেষজ্ঞ এটা অনুমান করেছেন যে আগামী বছরেও এই রেশ বজায় থাকবে। তবে, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই সপ্তাহের প্রসঙ্গ উপস্থাপিত করব। যেখানে সেনসেক্সের শীর্ষ-১০ সবচেয়ে মূল্যবান কোম্পানির মধ্যে ৮ টির মার্কেট ক্যাপ এই সপ্তাহে সম্মিলিতভাবে ১,২১,২৭০.৮৩ কোটি টাকা বেড়েছে।

শেয়ার বাজারে (Share Market) ঝড় তুললেন আম্বানি:

এদিকে সবথেকে বেশি বৃদ্ধি ঘটেছে ইন্ডাস্ট্রিজের শেয়ারে (Share Market)। এই সপ্তাহে, ৩০-শেয়ারের BSE সেনসেক্স ১,০২৭.৫৪ পয়েন্ট বা ১.২১ শতাংশ বেড়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, গত শুক্রবার, সেনসেক্স তার সর্বকালের সর্বোচ্চ অর্থাৎ অল টাইম হাই-তে পৌঁছে ৮৫,৯৭৮.২৫ পয়েন্ট স্পর্শ করেছে।

   

Share market benefited Mukesh Ambani.

৫৩,৫৬২.৯২ কোটি টাকার আয় হয়েছে: জানিয়ে রাখি যে, ওই সপ্তাহে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মার্কেট ক্যাপ ৫৩,৬৫২.৯২ কোটি টাকা বৃদ্ধি পেয়ে পৌঁছে গিয়েছে ২০,৬৫,১৯৭.৬০ কোটি টাকায়। এদিকে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-র মার্কেট ক্যাপ ১৮,৫১৮.৫৭ কোটি টাকা বেড়ে ৭,১৬,৩৩৩.৯৮ কোটি টাকা হয়েছে।

আরও পড়ুন: IPL-এ বিশেষ নিয়ম! ভারতীয় প্লেয়ারদের চেয়ে বেশি টাকা পাবেন না বিদেশি খেলোয়াড়রা, নির্ধারণ হল বেতন

এর পাশাপাশি ITC-র মার্কেট ক্যাপ ৯,৯২৭.৩ কোটি টাকা বেড়ে ৬,৫৩,৮৩৪.৭২ কোটি টাকা হয়েছে। এদিকে, টাটা কনসালটেন্সি সার্ভিসেসের (TCS) মার্কেট ক্যাপ ৮,৫৯২.৫৬ কোটি টাকা বেড়ে ১৫,৫৯,০৫২ কোটি টাকা হয়েছে। এছাড়াও, HDFC ব্যাঙ্কের মার্কেট ক্যাপ ৮,৫৮১.৬৪ কোটি টাকা বেড়ে ১৩,৩৭,১৮৬.৯৩ কোটি টাকা হয়েছে। LIC-র মার্কেট ক্যাপ ৮,৪৪৩.৮৭ কোটি টাকা বেড়ে ৬,৪৭,৬১৬.৫১ কোটি টাকা হয়েছে। এদিকে, ইনফোসিসের মার্কেট ক্যাপ ৪৫৯.০৫ কোটি টাকা বেড়ে পৌঁছে গিয়েছে ৭,৯১,৮৯৭.৪৪ কোটি টাকায়।

আরও পড়ুন: আর রইলনা বাধা! IPL 2025-এও খেলতে পারবেন ধোনি, লাগু হল বিশেষ নিয়ম

লোকসানের সম্মুখীন হয়েছে এইসব কোম্পানি: প্রসঙ্গত উল্লেখ্য যে, ICICI ব্যাঙ্কের মার্কেট ক্যাপ ২৩,৭০৬.১৬ কোটি টাকা কমে গিয়ে ৯,২০,৫২০.৭২ কোটি টাকা হয়েছে৷ এদিকে, হিন্দুস্তান ইউনিলিভারের মার্কেট ক্যাপ ৩,১৯৫.৪৪ কোটি টাকা কমে গিয়ে ৬,৯৬,৮৮৮.৭৭ কোটি টাকা হয়েছে। তবে, শীর্ষ ১০ কোম্পানির তালিকায় প্রথম স্থানে রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এরপরে রয়েছে TCS, HDFC ব্যাঙ্ক, ভারতী এয়ারটেল, ICICI ব্যাঙ্ক, ইনফোসিস, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, হিন্দুস্তান ইউনিলিভার, ITC এবং LIC।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর