বাংলাহান্ট ডেস্ক : নতুন বছরেই চিনে চোখ রাঙাচ্ছে নয়া ভাইরাস। হিউম্যান মেটানিউমোভাইরাসের হানায় বহু জন আক্রান্তের খবর মিলেছে চিনে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে আতঙ্কিত না হওয়ার আশ্বাস বাণী দেওয়া হলেও ইতিমধ্যেই ভারতেও দুজন এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। আর তারপরেই বড়সড় প্রভাব পড়ল শেয়ার বাজারে (Share Market)।
শেয়ার বাজারে (Share Market) বড়সড় পতনে ক্ষতি কয়েক লক্ষ
রাতারাতি বিরাট ধস নামল শেয়ার বাজারে (Share Market)। হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স, নিফটি। এক ধাক্কায় ১১০০ পয়েন্ট পড়ে গিয়েছে সেনসেক্স। নিফটির হালও তথৈবচ। ১ শতাংশেরও বেশি পড়েছে নিফটি। শেয়ার বাজারে (Share Market) বড়সড় ধাক্কায় একবারে সাড়ে ৯ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
হুড়মুড়িয়ে নামল পয়েন্ট: সোমবার বাজার খোলার পর থেকেই দ্রুত পড়তে শুরু করে সেনসেক্স এবং নিফটি। বেলা সাড়ে ১২ টা নাগাদ স্টক মার্কেটের (Share Market) দুই সূচকই নেমেছে ১.২০ শতাংশের বেশি। ১১০০ পয়েন্ট পড়ে সেনসেক্স গিয়ে ঠেকেছে ৭৮,০৫৬ এ। অন্যদিকে নিফটি পৌঁছেছে ২৩,৬০০ এ।
আরো পড়ুন : স্টার এখন ‘বিনোদিনী থিয়েটার’, মানত পূরণ হতেই গঙ্গায় ১৪০ প্রদীপ ভাসালেন রুক্মিণী-রামকমল
কোন শেয়ার কত পড়ল: সোমবার বড়সড় ধাক্কা লেগেছে স্টক মার্কেটে (Share Market)। শেয়ার মূল্যে সবথেকে বেশি পড়েছে টাটা স্টিল। এই সংস্থার শেয়ার পড়েছে ৪.৪৮ শতাংশ। পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়ার শেয়ার পড়েছে ৩.০৫ শতাংশ। ব্যাঙ্কের শেয়ারগুলিতেই সবথেকে বেশি পতন লক্ষ্য করা গিয়েছে। ৩.৫২ শতাংশ পতন হয়েছে সরকারি ব্যাঙ্কগুলির শেয়ার মূল্যে। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের শেয়ারে পতন হয়েছে ৩.১৩ শতাংশ।
আরো পড়ুন : যুদ্ধের হুঙ্কার ইউনূসের, এদিকে পেটে নেই ভাত! হু হু করে বেকারত্ব বাড়ছে বাংলাদেশে
জানা গিয়েছে, ভারতে HMPV ভাইরাসের সংক্রমণের ঘটনা সামনে আসার পর থেকেই শেয়ার বাজারে (Share Market) পতন লক্ষ্য করা গিয়েছে। বাজার খুলতেই পড়েছে পয়েন্ট। বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয়ের দিকে ঝুঁকতেই দুই সূচকের পতন হয়েছে বলে জানা যাচ্ছে।