বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় শেয়ার বাজার (Share Market-India) বর্তমানে অত্যন্ত খারাপ সময়ের সম্মুখীন হচ্ছে। গত কয়েক মাসে লাগাতারভাবে শেয়ার বাজারে পরিলক্ষিত হয়েছে পতন। মাঝখানে কয়েকদিন এই রেশ থমকে গেলেও বর্তমানে ফের পতন ঘটছে। এদিকে, বাজার পতনের সবচেয়ে বড় কারণ বিদেশি বিনিয়োগকারীদের (FII) মার্কেট থেকে টাকা তুলে নেওয়া। ব্লুমবার্গের একটি রিপোর্ট অনুসারে, বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ার বাজার থেকে ১.৩ ট্রিলিয়ন ডলার (প্রায় ১১৩ লক্ষ কোটি টাকা) তুলে নিয়েছে।
ভারতীয় শেয়ার বাজারে (Share Market-India) লাগাতার পতন:
ওই রিপোর্টে বলা হয়েছে, বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ার বাজার (Share Market-India) থেকে টাকা তুলে চিনে চলে যাচ্ছে। এদিকে, তাদের টাকা তোলার কারণে ভারতীয় শেয়ারের দাম উল্লেখযোগ্য হারে কমে গেছে। এই কারণেই বিশ্বব্যাপী ফান্ড ম্যানেজাররা এখনও ভারতীয় শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে দ্বিধা করছেন।
চিনে বিরাট উত্থান: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারতীয় অর্থনীতিতে (Share Market-India) মন্দা, কর্পোরেট মুনাফা হ্রাস এবং আমেরিকার আরোপিত শুল্কের চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে। এশিয়ান বাজারে বিনিয়োগকারী ব্যবসায়ীরা এখন চিনা শেয়ারের দিকে আকৃষ্ট হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিকাশের কারণে চিনের শেয়ার বাজারে উত্থান ঘটেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, আগে ধারণা করা হয়েছিল যে চিন থেকে বিনিয়োগকারীরা ভারতে আসবে, কিন্তু এখন ঘটছে উল্টো। ভারতীয় অর্থনীতির বৃদ্ধির হার এখন তার প্রাক-কোভিডের ধীর অবস্থার গতিতে ফিরে এসেছে। এর একটি বড় কারণ হল জনসাধারণের ব্যয় হ্রাসের বিষয়টি।
আরও পড়ুন: ২ টি নয়, অলিম্পিকে ৩ টি পদক হাসিল করতে পারতেন মনু ভাকের! কীভাবে হল মিস?
এই বছর কত টাকা তোলা হয়েছে: প্রসঙ্গত উল্লেখ্য যে, এই বছর এখনও পর্যন্ত, বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ার মার্কেট (Share Market-India) থেকে প্রায় ১৫ বিলিয়ন ডলার (প্রায় ১.৩৭ লক্ষ কোটি টাকা) তুলে নিয়েছে। এদিকে, ২০২২ সালে, ১৭ বিলিয়ন ডলার প্রত্যাহার করা হয়েছিল. যা সেই সময়ের একটি রেকর্ড হিসেবে বিবেচিত হয়েছিল। এদিকে, বিদেশি বিনিয়োগকারীরা যদি এইভাবে ভারতীয় শেয়ার বাজার থেকে টাকা তুলতে থাকে, সেক্ষেত্রে ২০২২ সালের এই রেকর্ড ভেঙে যেতে পারে। এর ফলে ভারতীয় শেয়ার বাজারের মূল্য এখন ১.৩ ট্রিলিয়ন ডলার (প্রায় ১১৩ লক্ষ কোটি টাকা) কমেছে।
আরও পড়ুন: জমে গেল খেলা! ভারতের জন্যে এবার বিশেষ প্রস্তাব দিল খোদ রাশিয়া, অবাক গোটা বিশ্ব
মার্চ মাসেও প্রত্যাহার অব্যাহত রয়েছে: জানিয়ে রাখি যে, মার্চ মাসেও বিদেশি বিনিয়োগকারীদের প্রত্যাহার অব্যাহত রয়েছে। গত ৭ মার্চ পর্যন্ত ২৪,৭৫৩ কোটি টাকা তোলা হয়েছে। এই বছর এখনও পর্যন্ত মোট ১.৩৭ লক্ষ কোটি টাকা তোলা হয়েছে। বাজার বিশেষজ্ঞদের মতে, গত কয়েক দিনে এই বিক্রির গতি কিছুটা কমেছে বলেও জানা গিয়েছে।